মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল আযহা |প্রতিবারের ন্যায় এবারও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এবারো স্পেনের মাদ্রিদে ঈদুল আযহার নামাজ অনুষ্টিত হয়েছে।
মাদ্রিদের কাসিনো পার্কে পর পর দুটি জামাতে কয়েক হাজার ধর্মপ্রান মুসল্লী ঈদের জামাতে অংশ গ্রহন করেন।
ঈদের জামাতে বাংলাদেশী ছাড়াও বিশ্বের অন্যান্য দেশের মুসলমানরা ঈদের জামাতে শরীক হন।
প্রথম জামাত অনুষ্ঠিত হয় সকাল ৭:৪৫ মিনিটে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয় সকাল ৮টা ৪৫ মিনিটে।নামাজ শেষে,কাশ্মীর,ফিলিস্তিন,সিরিয়া সহ বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনা করে মোনাজাত করা হয়,
এ সময় উপস্থিত ছিলেন স্পেনে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের দূতালয় প্রধান হারুন আল রশিদ,বাংলাদেশ মসজিদ কমিটির সভাপতি,খুরসেদ আলম মজুমদার,ভালিয়েন্তে বাংলার সভাপতি ফজলে এলাহী,স্পেন বাংলা প্রেসক্লাবের সভাপতি সাহাদুল সুহেদ,বাংলাদেশ এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দর,স্পেন আওয়ামিলীগ এর সাবেক সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম নয়ন,গ্রেটার সিলেট এর উপদেষ্টা আব্দুল মুজাক্কির সহ হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লী।