বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ২৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
https://blu-ray.world/ download movies
সর্বশেষ সংবাদ
লন্ডন মুসলিম সেন্টারে দুই শতাধিক মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো ‘ফেইথ ইন এনভারনমেন্ট’ সামিট  » «   রোবটিক্স বিজ্ঞানী ড. হাসান শহীদের নেতৃত্বে কুইন মেরি ইউনভার্সিটি অব লন্ডনে বিশ্বের ক্ষুদ্রতম মাল্টিরোটর সোলার ড্রোন উদ্ভাবন  » «   লন্ডন এন্টারপ্রাইজ একাডেমির অফস্টেড রিপোর্টে ‘গুড’ গ্রেড অর্জন  » «   টাওয়ার হ্যামলেটস এডুকেশন অ্যাওয়ার্ডস : ১৮৫ জন শিক্ষার্থীকে সম্মাননা  » «   ব্যারিস্টার নাজির আহমদের “ইন্সপায়ার এ মিলিয়ন”নামে চ্যারিটি প্রতিষ্ঠার ঘোষণা  » «   সম্মিলিত সাহিত্য ও  সাংস্কৃতিক পরিষদের ২০২৫-২৬ পরিচালনা পর্ষদ গঠন  » «   গ্রেটার ফতেহপুর ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের সাধারণ সভা ও সম্মেলন অনুষ্ঠিত  » «   আওয়ামী লীগ ও জামায়াতের মিল আর গুজব রাজনীতি  » «   পাচারকৃত টাকা বাংলাদেশে ফেরত আনার ব্যাপারে যুক্তরাজ্য সরকারের সহযোগিতা কামনা করেছেন ডা. শফিকুর রহমান  » «   প্যারিস-বাংলা প্রেসক্লাব ফ্রান্সের দ্বি-বার্ষিক সম্মেলন  » «   শেখ হাসিনা ও সাবেক মন্ত্রীদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা  » «   ব্রিটিশ-বাংলাদেশী হুজহু’র ১৫তম প্রকাশনা ও এওয়ার্ড অনুষ্ঠান ১২ নভেম্বর  » «   বিসিএর ১৭তম এওয়ার্ড : উদযাপিত হলো বাংলাদেশী কারি শিল্পের সাফল্য  » «   কবি ফয়জুল ইসলাম ফয়েজনূরের প্রথম কাব্যগ্রন্থ ‘ভালোবাসার আগ্রাসন’র মোড়ক উন্মোচন  » «   লন্ডনে চট্টগ্রামবাসীর ঐতিহ্যবাহী মেজবানী ও মিলন মেলা  » «  
সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন

ইতালীতে বসন্ত উৎসব উদযাপন



সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

ব্যাপক আনন্দের মধ্য দিয়ে নবজাগরন নারী কল্যান সমিতি তুসকোলানার বসন্ত উৎসব অনুষ্ঠিত হয়েছে।গত ১৩ই ফেব্রুয়ারী বৃহস্পতিবার ঝাকজমকপূর্ণ ভাবে তুসকোলানা চিকেন কিং এর হলরুমে এ বসন্ত উত্সব উদযাপন করা হয়।

সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানমালার মধ্যে নারী, শিশুরা রং বেরংএর পোষাকে সাজেন। একটানা চলে সাংস্কৃতিক অনুষ্ঠান।শত শত নবীন- প্রবীন সহ ইতালীস্হ বিভিন্ন আঞ্চলিক, সামাজিক, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দদের স্বতঃস্ফুর্ত অংশগ্রহনে এ উৎসব এক বর্ণাঢ্য মিলন মেলায় রূপ নেয়। হাজারো মানুষের উচ্ছ্বাসে চিকেন কিং এর হলরুম উৎসবে মুখরিত হয়ে উঠে। সকলের মাঝেই একটা সাজ সাজ রব পরিলক্ষিত হয়।

অনুষ্টানে নবজাগরন নারী কল্যান সমিতির সভাপতি সানজিদা ইসলাম সংগীতার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক লিপি আক্তার এর পরিচালনায় অনুষ্ঠিত হয় একটা আলোচনা সভা। এতে আলোচনায অংশ নেন সিনিয়র সহ সভাপতি রেহানা আক্তার শিল্পী, সাংগঠ‌নিক সম্পাদক রওশন আরা খুকু সহ সংগঠনের নেতৃবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা নয়না আহমেদ, জুঁই খান, সহ সভাপতি সুলতানা বেগম লাকি, তাহমিনা খাতুন, ফরিদা ইয়াসমিন স্মৃতি, বিউটি আক্তার, সুমি আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক তানিয়া হাসান , নুশরাত জাহান বুবলি, শিউলি শাহজাহান, সহ সাংগঠনিক তানজিম হোসেন, নুরজাহান আক্তার মুনা, সহ অর্থ সম্পাদিকা লাভলি শেখ, সহ প্রচার সম্পাদিকা তানিয়া হক , সাংস্কৃতিক সম্পাদিকা নুপুর, সহ সাংস্কৃতিক সম্পাদিকা লেহনা আক্তার, ক্রীড়া সম্পাদিকা আকলিমা আক্তার,সহ ক্রীড়া সম্পাদিকা শাহনাজ আক্তার আখি, সাহিত্য বিষয়ক সম্পাদিকা সাবিনা আক্তার, দপ্তর সম্পাদিকা অঙ্জনা আক্তার সহআরো অনেকেই।

এতে নেতৃবৃন্দরা তাদের বক্তব্যেতে বলেন অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে অনেক ভালো লাগছে। সব কিছুর উর্দ্ধে উঠে আমরা সব সময় এমন হাসি আনন্দে মেতে উঠতে চাই। তারা আরো বলেন আমাদের সকলের অক্লান্ত শ্রম দিয়ে আয়োজন সফল করতে পেরেছি, আমাদের সকল নেতৃবৃন্দদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি । এছাড়াও লক্ষ্য করা গেছে নারী ও শিশুদের আনন্দ উল্লাশ ছিলো চোখে পড়ার মতো, শাড়ী সহ হরেক রকমের শাজ সজ্যায় নিজেকে সাজিয়ে এসেছিলো সবাই এ বসন্ত উত্সবে। এরকম উৎসবে নতুন প্রজন্ম জানবে বাংলার সংস্কৃতি কৃষ্টি আর সেজন্যই এই আয়োজন বললেন নবজাগরন নারী কল্যান সমিতি তুসকোলানার নেতৃবৃন্দরা।।


সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন