রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩ খ্রীষ্টাব্দ | ২৬ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ
https://blu-ray.world/ download movies
সর্বশেষ সংবাদ
আমরা আমাদের বাসিন্দাদের জীবন উন্নত করতে প্রতিশ্রুতিবদ্ধ-মেয়র লুৎফুর রহমান  » «   ঢাবি অ্যালামনাই ইন দ্য ইউকের ষষ্ঠ বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত  » «   প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধিত করেছে সমছুল- করিমা ফাউন্ডেশন  » «   গাজায় যুদ্ধবিরতির দাবিতে লন্ডনে পাঁচ লাখের বেশি মানুষের বিক্ষোভ  » «   বাংলাদেশ সেন্টার লণ্ডন নির্বাচন ২০২৩: গ্রিন এলায়েন্স এর প্রার্থী পরিচিতি অনুষ্ঠান  » «   নতুন প্রজন্মের ব্রিটিশ-বাংলাদেশিদের বাংলাদেশের ৭২-এর সংবিধান-এর ওপর গবেষণা করার আহ্বান  » «   কাউন্সিল অফ মস্ক টাওয়ার হ্যামলেটেস এর কো অর্ডিনেটার আসলাম উদ্দিনের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল  » «   লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য সাদিক রহমানের পিতা হাফিজ আব্দুন নূর এর মৃত্যুতে ক্লাব নেতৃবৃন্দের শোক  » «   জলবায়ু সংকট মোকাবেলায় টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ফান্ড পেলো ইষ্টহ্যান্ডস  » «   ক্রয়ডনে বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতাল ফাউন্ডেশনের ফান্ড রাইজিং ডিনার ইভেন্ট অনুষ্ঠিত  » «   হবিগঞ্জ জেলার ১৮ জন অবসরপ্রাপ্ত গুণী শিক্ষক পেলেন টি আলী স্যার ফাউন্ডেশন সম্মাননা-২০২৩  » «   বিসিএর এজিএম ও নির্বাচন সম্পন্ন  » «   বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতাল কর্তৃক বিশ্ব স্তন ক্যান্সার সচেতনতা বিষয়ক আলোচনা সভা  » «   হবিগঞ্জ জেলার ১৮ গুণী অবসরপ্রাপ্ত শিক্ষক পাচ্ছেন টি আলী স্যার ফাউন্ডেশন সম্মাননা  » «   বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি ইউকে ২০২৩-২৫ কার্যকরী কমিটির বর্ণাঢ্য অভিষেক  » «  
সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন

ইতালীতে বসন্ত উৎসব উদযাপন



সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

ব্যাপক আনন্দের মধ্য দিয়ে নবজাগরন নারী কল্যান সমিতি তুসকোলানার বসন্ত উৎসব অনুষ্ঠিত হয়েছে।গত ১৩ই ফেব্রুয়ারী বৃহস্পতিবার ঝাকজমকপূর্ণ ভাবে তুসকোলানা চিকেন কিং এর হলরুমে এ বসন্ত উত্সব উদযাপন করা হয়।

সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানমালার মধ্যে নারী, শিশুরা রং বেরংএর পোষাকে সাজেন। একটানা চলে সাংস্কৃতিক অনুষ্ঠান।শত শত নবীন- প্রবীন সহ ইতালীস্হ বিভিন্ন আঞ্চলিক, সামাজিক, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দদের স্বতঃস্ফুর্ত অংশগ্রহনে এ উৎসব এক বর্ণাঢ্য মিলন মেলায় রূপ নেয়। হাজারো মানুষের উচ্ছ্বাসে চিকেন কিং এর হলরুম উৎসবে মুখরিত হয়ে উঠে। সকলের মাঝেই একটা সাজ সাজ রব পরিলক্ষিত হয়।

অনুষ্টানে নবজাগরন নারী কল্যান সমিতির সভাপতি সানজিদা ইসলাম সংগীতার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক লিপি আক্তার এর পরিচালনায় অনুষ্ঠিত হয় একটা আলোচনা সভা। এতে আলোচনায অংশ নেন সিনিয়র সহ সভাপতি রেহানা আক্তার শিল্পী, সাংগঠ‌নিক সম্পাদক রওশন আরা খুকু সহ সংগঠনের নেতৃবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা নয়না আহমেদ, জুঁই খান, সহ সভাপতি সুলতানা বেগম লাকি, তাহমিনা খাতুন, ফরিদা ইয়াসমিন স্মৃতি, বিউটি আক্তার, সুমি আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক তানিয়া হাসান , নুশরাত জাহান বুবলি, শিউলি শাহজাহান, সহ সাংগঠনিক তানজিম হোসেন, নুরজাহান আক্তার মুনা, সহ অর্থ সম্পাদিকা লাভলি শেখ, সহ প্রচার সম্পাদিকা তানিয়া হক , সাংস্কৃতিক সম্পাদিকা নুপুর, সহ সাংস্কৃতিক সম্পাদিকা লেহনা আক্তার, ক্রীড়া সম্পাদিকা আকলিমা আক্তার,সহ ক্রীড়া সম্পাদিকা শাহনাজ আক্তার আখি, সাহিত্য বিষয়ক সম্পাদিকা সাবিনা আক্তার, দপ্তর সম্পাদিকা অঙ্জনা আক্তার সহআরো অনেকেই।

এতে নেতৃবৃন্দরা তাদের বক্তব্যেতে বলেন অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে অনেক ভালো লাগছে। সব কিছুর উর্দ্ধে উঠে আমরা সব সময় এমন হাসি আনন্দে মেতে উঠতে চাই। তারা আরো বলেন আমাদের সকলের অক্লান্ত শ্রম দিয়ে আয়োজন সফল করতে পেরেছি, আমাদের সকল নেতৃবৃন্দদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি । এছাড়াও লক্ষ্য করা গেছে নারী ও শিশুদের আনন্দ উল্লাশ ছিলো চোখে পড়ার মতো, শাড়ী সহ হরেক রকমের শাজ সজ্যায় নিজেকে সাজিয়ে এসেছিলো সবাই এ বসন্ত উত্সবে। এরকম উৎসবে নতুন প্রজন্ম জানবে বাংলার সংস্কৃতি কৃষ্টি আর সেজন্যই এই আয়োজন বললেন নবজাগরন নারী কল্যান সমিতি তুসকোলানার নেতৃবৃন্দরা।।


সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন