বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া ইউনিয়নের নওয়াগ্রাম প্রগতি ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। ২০ জানুয়ারী রবিবার সকাল ১১ টায় নওয়াগ্রাম প্রগতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ পুরস্কার বিতরণ করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলতাফ হোসেনের সভাপতিত্বে এবং সাংবাদিক আহমদ রেজা চৌধুরীর পরিচলানায় গ্রামের শিক্ষানুরাগী ও মুরব্বিগণ উপস্থিত ছিলেন।
ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ী ছেলে ও মেয়েদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।এসময় খেলা পরিচালক পূর্ব মুড়িয়া আঞ্চলিক ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান জীম উপস্থিত ছিলেন।
পূর্ব মুড়িয়া ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র সাধারণ সম্পাদক সাদিক রহমান বকুল ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কারের অর্থ প্রদান করায় নওয়াগ্রাম প্রগতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পক্ষ থেকে তারঁ এ প্রতি কৃতজ্ঞতা প্রকার করা হয়েছে।