ঢাকা ১২:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ১৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
 কাকরদিয়া- তেরাদল- আলিপুর এডুকেশন ট্রাস্ট ইউকের আনুষ্ঠানিক যাত্রা শুরু জামায়াত আমির বললেন, গালে হাত দিয়ে বসে থাকব না, গর্জে উঠব পাঁচ লাখ অভিবাসীকে বৈধ করবে স্পেন পৃথিবীতে জালিয়াতিতে চ্যাম্পিয়ন বাংলাদেশ: প্রধান উপদেষ্টা পুরস্কার ঘোষণা করে কী লাভ হলো? লুটের অস্ত্র অপরাধীদের হাতে, নির্বাচন ঘিরে ‘বাড়তি উদ্বেগ’ পে স্কেল নিয়ে বিক্ষোভ কর্মসূচিতে সরকারি কর্মচারীরা যুক্তরাজ্যে ‘অতিদারিদ্র্যে’ রেকর্ডসংখ্যক মানুষ, তালিকায় বাংলাদেশিরাও ভোট দিয়ে ফেলেছেন ৪ লাখ প্রবাসী প্রবাসীদের হাত ধরে বিদেশি বিনিয়োগ এলে মিলবে নগদ প্রণোদনা ‘বেস্ট অনলাইন নিউজ রিপোর্টার ইন লন্ডন’ অ্যাওয়ার্ড পেলেন আনোয়ারুল ইসলাম অভি

আবারও ড্রিমলাইনার বিপত্তি: মাঝআকাশে গোলযোগে দিল্লিগামী ফ্লাইট গেল হংকংয়ে

৫২ বাংলা
  • আপডেট সময় : ০৬:৩৮:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫
  • / 504
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে এয়ার ইন্ডিয়া। গুজরাটের আহমেদাবাদে ড্রিমলাইনার বিধ্বস্ত হওয়ার রেশ না কাটতেই নতুন করে বিপত্তি দেখা দিয়েছে হংকং থেকে দিল্লিগামী আরেকটি উড়োজাহাজে।

সোমবার মাঝআকাশে সমস্যা আঁচ করেই পাইলট কোনও ঝুঁকি নেননি। দ্রুত সিদ্ধান্ত নিয়ে এয়ার ইন্ডিয়ার দিল্লিগামী ওই উড়োজাহাজটি ফেরত নিয়ে হংকং বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়।

ওড়ার পরই যান্ত্রিক ত্রুটি টের পান পাইলট। সঙ্গে সঙ্গেই তিনি বিমানটি ঘুরিয়ে হংকংয়ে অবতরণ করান।

এয়ার ইন্ডিয়ার এক বিবৃতিতে জানানো হয়, স্থানীয় সময় দুপুর ১২টা ১৬ মিনিটে হংকং থেকে উড্ডয়ন করেছিল ফ্লাইট নম্বর এআই ৩১৫ বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনারটি।

ভারতের সময় দুপুর ১২টা ২০ মিনিটে দিল্লি পৌঁছানোর কথা থাকলেও মাঝআকাশে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ায় সাধারণ নিরাপত্তা প্রোটোকল অনুসরণ করে পাইলট হংকংয়ে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন।

অনলাইন ফ্লাইট ট্র্যাকিং সাইট ফ্লাইটরাডার২৪-এ দেখা গেছে, হংকং থেকে ওড়ার ৯০ মিনিট পর বিমানটি দিক পরিবর্তন করে আবার হংকংয়ের দিকেই রওনা দেয়।

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, বিমানটি নিরাপদে হংকংয়ে অবতরণ করেছে এবং যাত্রীদের নামিয়ে নেওয়া হয়েছে। তবে উড়ন্ত অবস্থায় সুনির্দিষ্ট কোন যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল, সে বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি।

সতর্কতা হিসেবে উড়োজাহাজটি পরীক্ষা করা হচ্ছে বলে জানানো হয়েছে। যাত্রীদের বিকল্প ব্যবস্থায় দ্রুত দিল্লি পৌঁছে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।

এর আগে, ১২ জুন আহমেদাবাদ থেকে উড্ডয়নের পরপরই যান্ত্রিক গোলযোগের কারণে এয়ার ইন্ডিয়ার আরেকটি বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার লোকালয়ে বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় থাকা ২৪২ আরোহীর মধ্যে ২৪১ জন নিহত হন। আহত হন আরও অনেকে।

সেই ভয়াবহ ঘটনার রেশ কাটতে না কাটতেই নতুন এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন দিল্লিগামী ফ্লাইটের যাত্রীরাও। বিমান ফিরে আসার ঘোষণার সঙ্গে সঙ্গে যাত্রীদের মধ্যে চাপা উত্তেজনা ও আতঙ্ক দেখা দেয়।

ফ্লাইটের যান্ত্রিক ত্রুটি ও সময়সূচি পরিবর্তন বিষয়ে এখনও এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আবারও ড্রিমলাইনার বিপত্তি: মাঝআকাশে গোলযোগে দিল্লিগামী ফ্লাইট গেল হংকংয়ে

আপডেট সময় : ০৬:৩৮:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫

খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে এয়ার ইন্ডিয়া। গুজরাটের আহমেদাবাদে ড্রিমলাইনার বিধ্বস্ত হওয়ার রেশ না কাটতেই নতুন করে বিপত্তি দেখা দিয়েছে হংকং থেকে দিল্লিগামী আরেকটি উড়োজাহাজে।

সোমবার মাঝআকাশে সমস্যা আঁচ করেই পাইলট কোনও ঝুঁকি নেননি। দ্রুত সিদ্ধান্ত নিয়ে এয়ার ইন্ডিয়ার দিল্লিগামী ওই উড়োজাহাজটি ফেরত নিয়ে হংকং বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়।

ওড়ার পরই যান্ত্রিক ত্রুটি টের পান পাইলট। সঙ্গে সঙ্গেই তিনি বিমানটি ঘুরিয়ে হংকংয়ে অবতরণ করান।

এয়ার ইন্ডিয়ার এক বিবৃতিতে জানানো হয়, স্থানীয় সময় দুপুর ১২টা ১৬ মিনিটে হংকং থেকে উড্ডয়ন করেছিল ফ্লাইট নম্বর এআই ৩১৫ বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনারটি।

ভারতের সময় দুপুর ১২টা ২০ মিনিটে দিল্লি পৌঁছানোর কথা থাকলেও মাঝআকাশে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ায় সাধারণ নিরাপত্তা প্রোটোকল অনুসরণ করে পাইলট হংকংয়ে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন।

অনলাইন ফ্লাইট ট্র্যাকিং সাইট ফ্লাইটরাডার২৪-এ দেখা গেছে, হংকং থেকে ওড়ার ৯০ মিনিট পর বিমানটি দিক পরিবর্তন করে আবার হংকংয়ের দিকেই রওনা দেয়।

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, বিমানটি নিরাপদে হংকংয়ে অবতরণ করেছে এবং যাত্রীদের নামিয়ে নেওয়া হয়েছে। তবে উড়ন্ত অবস্থায় সুনির্দিষ্ট কোন যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল, সে বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি।

সতর্কতা হিসেবে উড়োজাহাজটি পরীক্ষা করা হচ্ছে বলে জানানো হয়েছে। যাত্রীদের বিকল্প ব্যবস্থায় দ্রুত দিল্লি পৌঁছে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।

এর আগে, ১২ জুন আহমেদাবাদ থেকে উড্ডয়নের পরপরই যান্ত্রিক গোলযোগের কারণে এয়ার ইন্ডিয়ার আরেকটি বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার লোকালয়ে বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় থাকা ২৪২ আরোহীর মধ্যে ২৪১ জন নিহত হন। আহত হন আরও অনেকে।

সেই ভয়াবহ ঘটনার রেশ কাটতে না কাটতেই নতুন এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন দিল্লিগামী ফ্লাইটের যাত্রীরাও। বিমান ফিরে আসার ঘোষণার সঙ্গে সঙ্গে যাত্রীদের মধ্যে চাপা উত্তেজনা ও আতঙ্ক দেখা দেয়।

ফ্লাইটের যান্ত্রিক ত্রুটি ও সময়সূচি পরিবর্তন বিষয়ে এখনও এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।