ইসলাম ধর্মীয় নীতির অনুশাসনে অনুপ্রাণিত বিশিষ্ট ব্যবসায়ী হাবিবুর রহমান লন্ডনে একের পর এক হালাল ব্যবসা সম্প্রসারণ করে চলেছেন।
বাংলাদেশী বংশোদ্ভূত এ ব্যবসায়ী হাবিবুর রহমান হালাল ব্যবসা সম্প্রসারণে নিজে যেমন আগ্রহী হয়ে উঠে ব্রিটিশ বাংলাদেশী কমিউনিটিতে প্রশংসিতও হচ্ছেন তেমনি অন্যান্য ব্যবসায়ীদেরও হালাল ব্যবসায় সম্পৃক্ত হতে উৎসাহিত ও অনুপ্রাণিত করে তুলছেন।
সোমবার পূর্ব লন্ডনের কুইনম্যারী ইউনিভার্সিটির ব্যানক্রফট রোডে কুইন্স কফি এন্ড স্যান্ডউইচ বারের হালাল খাবার সরবরাহে রি-গ্রান্ড ওপেনিং অনুষ্ঠানে ব্রিটিশ বাংলাদেশী কমিনিটির বিশিষ্ট ব্যাক্তিবর্গ ও ইসলামিক স্কলার হাবিবুর রহমানের হালাল ব্যবসার উদ্যোগকে সাধুবাদ জানিয়ে সকলেই এর সফলতা কামনা করেন।
বিশিষ্ট ব্যবসায়ী জসিমুদ্দিন সেলিমের সঞ্চালনায় পুন: উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেট কাউন্সিলের ডেপুটি মেয়র সিরাজুল ইসলাম, জেএমজি কার্গোর কর্ণধার মনির আহমদ, ফারুক মিয়া, আব্দুল মজিদ,সাজ্জাদুর রহমান,নজরুল ইসলাম,মির্জা আসহাব বেগ, মনির উদ্দিন বশির, হাফিজ হোসেন আহমদ, মোহাম্মদ আলী,এস এই খান,আব্দুস সুবহান ফারুক, মাওলানা নাজির আহমদ ও আরো অনেকে।
এ অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাহ্দী আহমদ ও দোয়া পরিচালনা করেন মাইল এন্ড মাজাহিরুল উলুম মসজিদের খতিব মাওলানা মাসুম আহমেদ। বিস্তারিত দেখুন চৌধুরী মুরাদের রিপোটে-