নিজেকে একজন ‘সাধারণ মানুষ‘ উল্লেখ করে বাংলাদেশের অগণন কৃষক ও কৃষি উদ্যোক্তার স্বপ্ননির্মাতা, গণমাধ্যম ব্যক্তিত্ব সাইখ সিরাজ তার ৭০ বছরে পদার্পণ সময়ে সামাজিক যোগাযোগে তার জন্মদিনের আনন্দ অনুভূতি মুক্তভাবে ভাগাভাগি করেছেন। নিজের ভেরিফাইড ফেইসবুক পেইজ এ তিনি লিখেছেন-
‘আজ ৭ সেপ্টেম্বর আমার জন্মদিন। সত্তর বছরে পদার্পণ করার তৌফিক দিলেন মহান আল্লাহ তাআলা। ভাবতেই অবাক লাগে এতগুলো বছর কীভাবে কেটে গেল। পরিবারের, বন্ধুর, দেশ-বিদেশের মানুষের ভালোবাসা আমাকে মোহগ্রস্ত করে। রবীন্দ্রনাথ বলেছিলেন ‘আই ট্রুলি ফিল দ্যাট আই হ্যাভ হ্যাড মাই সেকেন্ড বার্থ ইন দ্য হার্ট অফ দ্য পিপল’। মানুষের হৃদয়ে বেঁচে থাকাই আমার সর্বোচ্চ স্বাচ্ছন্দ্য। আমি সাধারণ মানুষ। মাটির মানুষ। মাটিই আমার প্রিয়। আর মানুষকে নিয়েই আমার যতো কাজ আর ভাবনা। তাই আমাকে অনেকেই ভালোবেসে বলে থাকেন, মাটির মানুষ।
আর একটি সংবাদ দিতে চাই। খুব শিগগিরই অধ্যাপক নজরুল ইসলামের সম্পাদনায় চন্দ্রাবতী একাডেমি প্রকাশ করতে যাচ্ছে আমাকে নিয়ে ৬০ বিশিষ্টজনের লেখায় সম্মাননা গ্রন্থ, ‘মাটির মানুষ শাইখ সিরাজ’। আপনাদের সবাইকে এই গ্রন্থটি সংগ্রহে রাখার অনুরোধ করছি যেখানে আমার পারিবারিক জীবন থেকে শুরু করে আমার কর্মজীবনের অনেক গল্প এবং বিশ্লেষণ উঠে এসেছে।
প্রিয় বন্ধুরা, আপনাদের ভালোবাসা আর প্রার্থনায় আমাকে রাখবেন সবসময়। আমার জন্মদিনে আপনাদের কাছে এটুকুই আমার চাওয়া।’