দৃষ্টি প্রতিবন্ধী, মূক ও বধির এমন প্রতিবন্ধী শিশুদের জন্য অর্থ সংগ্রহের জন্য আন্তর্জাতিক চ্যারিটি সংস্থা ইস্টহ্যান্ডস চ্যারিটি স্টেপ চ্যালেন্জ হা হাঁটার মাধ্যমে টাকা সংগ্রহ করছে। সংস্থার চেয়ারম্যান নবাব উদ্দিন দেড় মাস ধরে প্রতি সপ্তাহে ৬০ হাজারের বেশী স্টেপ হাঁটছেন এই অর্থ সংগ্রহের জন্য।
ইস্টহ্যান্ডসের চেয়ারম্যান নবাব উদ্দিন বলেন, প্রতিবন্ধীদের জন্য ইস্টহ্যান্ডস শুরু থেকেই কাজ করছে। এবছর আমি নিজে প্রতি সপ্তাহে ৬০ হাজার স্টেপ হাঁটার মধ্য দিয়ে জাস্ট গিভিংয়ের মাধ্যমে অর্থ সংগ্রহ করছি। নভেম্বরের ১ তারিখ থেকে এই হাটা কর্মসূচী শুরু করেছি, শেষ হবে ২০ ডিসেম্বর।
নবাব উদ্দিন জানান, ৭ সপ্তাহে কমপক্ষে ৪ লাখ ২০ হাজার স্টেপ হাটবেন তিনি। এই সংগৃহীত অর্থ বাংলাদেশে প্রতিবন্ধী শিশুদের জন্য একটি স্থায়ী প্রজেক্ট করার পরিকল্পনা করা হচ্ছে বলেও জানান তিনি।
নবাব উদ্দিন আরো বলেন, আমরা সিজনাল কিছু প্রোগ্রামের মাধ্যমে প্রতিবন্ধী শিশুদের জন্য কাজ করছি। তবে ২০২৩ সালে আমরা স্থায়ী একটি প্রজেক্ট শুরু করতে চাই। যারা পাশে আছেন তাদের ধন্যবাদ। যারা পাশে দাঁড়াবেন তাদের জন্য বলতে চাই, আপনার সামান্য সহায়তা পারে একটি প্রতিবন্ধী শিশুর জীবনে কিছুটা হলেও স্বস্তি দিতে।
যারা ডোনেশন করতে চান তাদের জন্য নিচে লিংক দেয়া হলোঃ
https://www.justgiving.com/campaign/StepsCallenge4deaf-blind