চলমান বন্যা পরিস্থিতির কারণে সারাদেশ এক কঠিন প্রাকৃতিক দূর্যোগের মধ্যে উপনীত হয়েছে। শুধুমাত্র বিয়ানীবাজার উপজেলাতেই প্রায় দেড় লক্ষাধিক মানুষ বন্যা কবলিত হয়ে উপজেলার বিভিন্ন আশ্রয় কেন্দ্রে অবস্থান করছেন। দুর্যোগ কালীন এই সময়ে বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতাল বন্যা দুর্গতদের চিকিৎসার্থে বিনামূল্যে বন্যা জনিত রোগের চিকিৎসা সেবা ও ঔষধ প্রদানের নিমিত্তে ভ্রাম্যমাণ মেডিকেল ক্যাম্প-এর মাধ্যমে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে অবস্থানরত মানুষের চিকিৎসা সেবা প্রদান করে চলেছে।
২৭শে জুন সোমবার, উপজেলার আলিনগর ইউনিয়নের ঢাকা উত্তর মহাম্মদপুর উচ্চ বিদ্যালয়, আজাদ চৌধুরী উচ্চ বিদ্যালয় ও লুৎফুর-নেহার মেমোরিয়াল গার্লস উচ্চ বিদ্যালয়ের আশ্রয় কেন্দ্রে অবস্থানরত প্রায় দেড় শতাধিক রোগীকে বিনামূল্যে ভ্রাম্যমাণ মেডিকেল ক্যাম্প কর্তৃক ডাক্তারি পরামর্শ ও ঔষধ প্রদান করা হয়।
বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতালের আরএমও ডাঃ মোঃ মোর্শেদ আলম’র সার্বিক তত্বাবধানে এবং হাসপাতালের ডেপুটি ম্যানেজার মোঃ ওলিউর রহমানের পরিচালনায় উক্ত ভ্রাম্যমাণ মেডিকেল ক্যাম্পের চলমান চিকিৎসা সেবা কার্যক্রমে উপস্থিত থেকে সার্বিকভাবে সহযোগিতা প্রদান করেন আলিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহবাবুর রহমান খান শিশু, ঢাকা উত্তর মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বিশিষ্ঠ সমাজ সেবক জিয়াউল বারী চৌধুরী, উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজুর রহমান মুল্লা, আজাদ চৌধুরী উচ্চ বিদ্যালয়ের সহঃ শিক্ষক মোঃ হাবিবুর রহমান, তরুন সমাজ সেবক সি এম আব্দুল্লাহ আরিফ প্রমূখ।
উল্লেখ্য যে, বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতাল কর্তৃক বন্যা দুর্গতদের চিকিৎসার্থে বিনামূল্যে ভ্রাম্যমাণ মেডিকেল ক্যাম্প উপজেলার প্রায় প্রতিটি আশ্রয় কেন্দ্রে চিকিৎসা সেবা প্রদানের উদ্যোগ গ্রহন করেছে এবং এই লক্ষ্যে প্রতিদিনই ভ্রাম্যমাণ মেডিকেল ক্যাম্পের কার্যক্রম অব্যাহত থাকবে।