গোলাপগঞ্জ (সিলেট) উপজেলা পরিষদের চেয়ারম্যান শুন্য পদে উপ নির্বাচন আগামী ১৫ জুন বুধবার অনুষ্টিত হবে। এ ব্যাপারে বাংলাদেশ নির্বাচন কমিশনের উপ সচিব মোঃ আতিয়ার রহমান নির্বাচন পরিচালনা-০২ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে গোলাপগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার মোঃ সাইদুর রহমানের কাছে নির্বাচন পরিচালনার সকল প্রস্তুতি গ্রহনের লক্ষে নির্দেশনা আসে। নির্দেশনায় আরো বলা হয়েছে সকাল ৯ টা থেকে বিকাল ০৫ টা পর্যন্ত ব্যালট পেপারে মাধ্যমে ভোট প্রহন চলবে এবং স্বাস্থ্য বিধি প্রতিপালনের মাধ্যমে জনস্বাস্থ্য নিশ্চিত করে নির্বাচনী প্রচারনা ভোট গ্রহন ও নির্বাচনী অন্যান্য কার্যক্রম গ্রহন করার নির্দেশনা দেয়া হয়েছে।
এদিকে মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ ১৭ মে,মনোনয়ন পত্র বাছাইয়ের শেষ তারিখ, ১৯ মে আপিল দাখিলের তারিখ ২০- ২২ মে পর্যন্ত,আপিল নিষ্পত্তির তারিখ ২৩-২৫ মে পর্যন্ত, প্রার্থিতা প্রত্যাহরের শেষ তারিখ ২৬ মে, প্রতীক বরাদ্ধ ২৭ মে এবং নির্বাচন ১৫ জুন ২০২২।
এ ব্যাপারে গোলাপগঞ্জ উপজেলা নির্বাচন অফিসাট মোঃ সাইদুর রহমান গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শূন্য পদে উপ নির্বাচন গ্রহনের বিষয়ে বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্দেশনার বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন।
উল্লেখ্য গত (২৯জানুয়ারি) শনিবার দিবাগত রাত ১২টা ২০ মিনিটের সময় সিলেটের বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। যার ফলে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদটি শুন্য হয়।