গোলালাপগঞ্জ মডেল থানা পুলিশ গত ১৭ এপ্রিল ১৪ বছরের অপ্রাপ্ত কিশোরীকে অপহরনের দায়ে দায়েরকৃত মামলা (নম্বর ১৫, তারিখ ১৮/০৪/২২) এর ভিকটিমকে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আসাদুজ্জামান প্রযুক্তির মাধ্যমে দিনাজপুর জেলার বীরগঞ্জ থানা থেকে ভিকটিম কে উদ্ধার এবং অপহরনকারী দিনাজপুর জেলার বারগঞ্জ থানাধীন কৃষ্ণপর লালের হাট এলাকার বড়তলি বাজার এলাকা থেকে হজরত আলির পুত্র হাসান আলি (২২) কে ২৩ এপ্রিল গ্রেফতার করা হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে জানা যায় রং নম্বরে প্রেমের জের ধরে এই অপহরনের ঘটনাটি সংঘটিত হয়। ভিকটিমকে চিকিৎসার জন্য হাসপাতালে এবং আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।
এদিকে ২টি সাজায় পরোয়ানাভুক্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।
রবিবার (২৪ এপ্রিল) গোলাপগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্জ হারুনুর রশীদ চৌধুরীর সার্বিক দিক নির্দেশনায় এসআই পার্থ সারথী দাস, এএসআই প্রণয় নাল, এএসআই জাহাঙ্গীর আলম ভূঁইয়া সঙ্গীয় ফোর্সসহ গোলাপগঞ্জ মডেল থানাধীন নিজ ঢাকাদক্ষিণ এলাকা থেকে অভিযান পরিচালনা করে গোলাপগঞ্জ জিআর-১৯৪/১২ এবং গোলাপগঞ্জ জিআর-২০১/১২ মূলে ০২টি সাজা পরোয়ানাভুক্ত পলাতক আসামী গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিন ইউনিয়নের মৃত মনোহর আলীর পুত্র ফয়জুর রহমান(৪৪) কে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারের বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন, গোলাপগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্য হারুনুর রশীদ চৌধুরী।