স্পেনের পর্যটন শহর বার্সেলোনায় মজলিসু দাওয়াতুল হক এর উদ্যোগে সীরাতুন্নবী (সাঃ) অনুষ্ঠিত হয়েছে।৭ নভেম্বর রবিবার বার্সেলোনা শাহজালাল জামে মসজিদে বাদ আসর থেকে শুরু হয় আলোচনা, শেষ হয় এশার নামাজ পর।
মজলিসু দাওয়াতুল হক এর সভাপতি মাওলানা শিব্বির আহমদের সভাপতিত্বে আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খতীব আলহুদা একাডেমী এন্ড ইসলামিক সেন্টার লন্ডন থেকে আগত মাওলানা অধ্যাপক আব্দুল কাদির সালেহ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন লন্ডন ইকরা টিভি মুমিনের জীবন অনুষ্ঠানের আলোচক মাওলানা মুফতি আব্দুল মুনতাকিম,নায়েবে সদরে মুহতামিম বরুনা মাদ্রাসার মাওলানা শেখ নূরে আলম হামিদী,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খতিব মালাকফ ইসলামি সেন্টার প্যারিস থেকে আগত মাওলানা মুহিবুল্লা হেলাল,লন্ডন থেকে আগত মাওলানা কারী মুদাচ্ছির আনোয়ার ,এছাড়াও বক্তব্য রাখেন শাহ জালাল জামে মসজিদের ইমাম মাওলানা হাবিবুর রহমান,মজলিসু দাওয়াতুল হক এর পক্ষ থেকে বক্তব্য রাখেন মাওলানা আলিম উদ্দিন,মাওলানা হাফিজ আব্দুল মজিদ,আব্দুল গফুর ইমরান,জাহিদ আহমদ,মাওলানা হাফিজ খলিলুর রহমান প্রমুখ ।
অতিথি আলোচকদের বক্তব্যে ছিলো সর্ব কালের সর্ব শ্রেস্ট এবং আখেরী নবী হযরত মোহাম্মদ সাঃ এর জীবনাদর্শ নিয়ে।আলোচনায় বক্তারা বলেন মহানবী হযরত মোহাম্মাদ (সাঃ) এর জীবনাদর্শ একজন মোমেনর জীবনের পাথেয় হওয়া উচিত।যে মোমেন তার জীবনে হযরত মোহাম্মদ (সাঃ) এর জীবনাদর্শ গ্রহন করেছে সে দুনিয়া ও আখেরাতে দুজাহানেই সফলতা অর্জন করেছে।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন বার্সেলোনা বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন ইসলামিক সংগঠনের নেতৃবৃন্দ সহ ধর্মপ্রাণ মুসলমানরা।