বড়লেখা উপজেলায় সফিরুন্নেসা মেমোরিয়াল হসপিটাল ট্রাস্টের প্রতিষ্ঠাতা ডা: নজরুল ইসলামের লেখা বই ‘ইলোরা’ এর মোড়ক উম্মোচন এবং ফান্ড রাইজিং উপলক্ষে পূর্ব লন্ডনের মাইক্রো বিজনেস পার্ক হলে এক চ্যারিটি ডিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ডা: নজরুল ইসলামের আমন্ত্রণে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে আগত বিপুল সংখ্যক কমিউনিটির বিশিষ্টজনের উপস্থিতিতে অনুষ্ঠানের প্রারম্ভে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ফয়সল উদ্দিন।
আব্দুল মোমিন বেলাল, হুমায়ুন কবির এবং শাহেদ আহমেদ এর যৌথ সঞ্চালনায় আলোচনা সভার সভাপতিত্ব করেন বড়লেখা দক্ষিণভাগ ইউনিয়নের হাজী আপ্তাব আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কমিউনিটি ব্যক্তিত্ব জালাল উদ্দিন আহমেদ।
অনুষ্ঠানের আয়োজক ডা: নজরুল ইসলাম তাঁর শুভেচ্ছা বক্তব্যে ‘ইলোরা’ উপন্যাস লিখার সারমর্ম বর্ণনা করেন এবং সফিরুন্নেসা মেমোরিয়াল হসপিটাল ট্রাস্টের লক্ষ্য ও উদ্দেশ্য বিস্তারিতভাবে উপস্থিত সকলের সামনে তুলে ধরেন।
তিনি বলেন, তাঁর লেখা উপন্যাসটি এবারের ঢাকায় একুশের বইমেলা সহ আজকের ফান্ড রাইজিং এবং বিভিন্ন মাধ্যম হতে অর্জিত প্রাপ্ত অর্থ তাঁর দানকৃত -পৈত্রিক সূত্রে পাওয়া জায়গায় তাঁর মায়ের নামে অলাভজনক সফিরুন্নেসা মেমোরিয়াল হসপিটাল ট্রাস্টের বিল্ডিং তৈরী বাবদ ব্যয় করা হবে।
সভায় উপস্থিত সকলেই ডা: নজরুল ইসলামের মহতি উদ্যোগের প্রশংসা করেন এবং তার সাথে একাত্মতা প্রকাশ করে সকল ধরণের সাহায্য ও আর্থিক সহযোগিতা করার কথা ব্যক্ত করে ব্যক্তব্য রাখেন।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- মন্জুর রেজা চৌধুরী, অধ্যাপক সফিকুল হক স্বপন, জসিম খাঁন, আবুল হাসনাত চৌধুরী, ছালিকুর রহমান, শাহাব উদ্দিন, কলিন চৌধুরী, কবির আহমেদ, জুবের আহমেদ, আসাদ উদ্দীন, আবু তাহের আব্দুল্লাহ, হাসিম আহমেদ, আব্দুস শুক্কুর, ফরিজ আলী, শামীম আহমেদ, কায়সারুল ইসলাম সুমন, সুহেল রহমান, আবুল কাসেম, মিফতাহ উদ্দিন চৌধুরী প্রিন্স, আব্দুল মোহিত, সাহাব উদ্দিন জুনিয়র, বদরুল ইলাম, খলিলুর রহমান, লিয়াকত খাঁন, খায়রুল ইসলাম বাবলু, তাজ উদ্দিন, নাজিম উদ্দিন, সেলিম উদ্দিন, এলাইছ আহমদ, সলিসিটর সালাহ উদ্দিন সুমন, সালাহ উদ্দিন এনাম, জাহেদ আহমেদ, আব্দুল মানিক, আব্দুল আহাদ, আবুল কাসেম আলী, সিব্বির আহমদ, সিরাজ উদ্দীন, নুরুল ইসলাম ও আব্দুল হাফিজ প্রমুখ ।
শেষে রাতের নৈশ্য ভোজের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।