কলমাকান্দা টু ঠাকুরাকোনা সড়ক ও জনপথ (সওজ) সড়ক আশরানি নামক স্থানের বেইলি ব্রিজ ভেঙে ড্রামট্রাক খাদে পড়ে যায়। এ ঘটনার পর থেকে বিচ্ছিন্ন রয়েছে বাউসি, ঠাকুরাকোনা ও বারহাট্টার মধ্যে সড়কে যান চলাচল।
(১৭ এপ্রিল) শনিবার বিকালে কলমাকান্দা – ঠাকুরাকোনা সড়কের কাজে নিয়োজিত ঠিকাদারের ড্রামট্রাক আশরানি বেইলি ব্রিজ অতিক্রম করতে গিয়ে এ দুর্ঘটনার কবলে পড়ে।
ওই সড়কের কাজের জন্য মালামাল বোঝাই ড্রামট্রাক পাবই আশরানি বেইলি ব্রিজের ওপরে উঠলে সেটি ভেঙে ড্রামট্রাক খাদে পড়ে যায়। তবে ড্রামট্রাকটি খাদে পড়ায় এতে কেউ হতাহত হয়নি। চালক ও হেলপার নিরাপদে স্থলে উঠতে সক্ষম হন। হঠাৎ ব্রিজটি ভেঙে ট্রাকসহ খাদে পড়ে যায়।