‘কুলাউড়া একটি ঐতিহ্যবাহী থানা। এই থানায় অনেক জ্ঞানীগুনী লোকের জন্ম হয়েছে। কুলাউড়ার ঐতিহ্যকে ধরে রেখে দলমতের উর্ধে উঠে সকলে ঐক্যবদ্ধ থেকে কুলাউড়ার অসহায় মানুষের পাশে থাকুন।’ প্রধান অতিথি এ.কে.এম সফি আহমদ সলমান উনার বক্তব্যে এই কথাগুলো বলেন।
গত ২৮শে নভেম্বর রোজ বৃহস্পতিবার রাত ৮টায় শারজা মাম হোটেল হলরুমে কুলাউড়া সমিতির অভিষেক অনুষ্টান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি আব্দুল মতিনের সভাপতিত্বে সাধারন সম্পাদক ইছমত আলী ও অর্থ সম্পাদক রিপন মজুমদার এর যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এ.কে.এম সফি আহমদ সলমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সেড অভ নেচার কুলাউড়া এর প্রতিষ্টাতা সভাপতি সুফিয়ান আহমেদ, পতনঊষা ইউনিয়নের চেয়ারম্যান প্রকৌশলী তওফিক আহমেদ বাবু, সুনামগঞ্জ প্রবাসী সমিতির প্রধান উপদেষ্টা হাজী শফিকুল ইসলাম শফিক, কুলাউড়া সমিতির প্রধান উপদেষ্টা আব্দুল লতিফ, প্রধান পৃষ্ঠপোষক নজরুল ইসলাম লিটন তালুকদার, সিনিয়র সহ সভাপতি রেজাউল রহমান রাজ্জাক, উপদেষ্টা জালাল উদ্দিন মন্তর, তারা মিয়া বাকুল, উপদেষ্টা হাজি আপ্তার আলী, উপদেষ্টা আতাউর রহমান আতা, উপদেষ্টা বাদশা মিয়া, উপদেষ্টা ইমান উদ্দিন বেলাল, সহ সভাপতি ক্বারি আবু রুকিয়ান সহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও কমিউনিটির নেতৃবৃন্দ।
ক্বারি আবু রুকিয়ান এর পবিত্র কোরআন তেলাওয়াত এর মাধ্যমে অনুষ্টান শুরু হয়। শুভেচ্ছা বক্তব্য রাখেন কুলাউড়া সমিতির সহ সভাপতি নজরুল ইসলাম রুহেল সহ কুলাউড়া সমিতির নেতৃবৃন্দ, সুনামগঞ্জ প্রবাসী সমিতি, গোলাপগঞ্জ প্রবাসী উন্নয়ন, মৌলভীবাজার ভি আই পি, কমলগঞ্জ প্রবাসী, শমশেরনগর ওয়েলফেয়ার এসোসিয়েশন, জুড়ি ওয়েলফেয়ার এসোসিয়েশন, ওসমানী স্মৃতি পরিষদ, বড়লেখা সমিতির নেতৃবৃন্দ।
বক্তারা কুলাউড়া সমিতির বিভিন্ন কার্যক্রমের ভূয়সী প্রশংসা ও সমিতির উত্তরোত্তর সফলতা করেন।