সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমায় বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুল এন্ড কলেজে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করা হয়েছে। বাংলাদেশ সরকার ২০১০ সাল থেকে দেশের শিক্ষার্থীদের পাশাপাশি বিদেশের বাংলাদেশী স্কুলেও বিনামূল্যে এই বই বিতরণ করে যাচ্ছে।
আমিরাতে শীতকালীন ছুটি চলার কারণে, বাংলাদেশের সাথে একই দিনে বই বিতরণ না করতে পারলে ও স্কুল খোলার সাথে সাথেই বই বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আজ রাস আল খাইমার বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে বই উৎসবকে ঘিরে ছিলো শিক্ষার্থী, শিক্ষক আর অভিভাবকদের মিলনমেলা।
নানা উৎসাহ উদ্দীপনা আর প্রাণচাঞ্চল্যের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব পেয়ার মোহাম্মদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ডা. মোহাম্মদ ইমরান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন বিনামূল্যে বইবিতরণ এই অনুষ্ঠান বাংলাদেশের একটি অনন্য অর্জন। যা পৃথিবীর কোন দেশে বিশাল সংখ্যক শিক্ষার্থীদের বিনামূল্যে দেয়া হয় না। তিনি আরো বলেন, প্রবাসেও বিনামূল্যে বই পেয়ে বাংলাদেশী প্রজন্ম দেশের ইতিহাস শেখতে পারবে এবং তারা বড়ো হয়ে পরদেশে নিজ দেশকে ইতিবাচকভাবে তুলে ধরতে পারবে।
স্কুলের শিক্ষক মো. আজিজুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন দুবাই ও উত্তর আমিরাতের কনসাল জেনারেল মোহাম্মদ ইকবাল হোসাইন, শ্রম কাউন্সেলর এস এম জাকির হোসাইন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্কুলের অধ্যক্ষ হাবিবুর রহমান, বাংলাদেশ সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্র রাস আল খাইমার সিনিয়র সহ সভাপতি তাজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার সুবোধ চৌধুরী, নির্বাহী সদস্য মো. জাহাঙ্গীর আলম। অভিভাবক প্রতিনিধি আব্দুল হক ও ইঞ্জিনিয়ার তোফাজ্জেল হোসাইন।
বিদেশের মাটিতে বিনামূল্যে বই পেয়ে স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকেরা সরকারের এই কর্মকাণ্ডের ভূয়সি প্রশংসা করেন।