-
লুৎফুর রহমান
৩০শে নভেম্বর সংযুক্ত আরব আমিরাতের জাতীয় শহিদ দিবস উপলক্ষ্যে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করেছে বাংলাদেশ সমিতি শারজাহ শাখা।
সকাল ৮ টায় বাংলাদেশ সমিতি শারজাহ্ প্রাঙ্গনে সংযুক্ত আরব আমিরাতের শহিদদের সম্মানে জাতীয় পতাকা অর্ধনমিত এবং সাড়ে এগারোটায় এক মিনিট নীরবতা পালন করা হয়।
পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় সমিতি মিলনায়তনে। সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ইসমাইল গণি চৌধুরীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নানের পরিচালনায় বক্তব্য রাখেন শেফালি আক্তার আখি, সমিতির সহ সভাপতি শাহাদাত হোসাইন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী করিমুল হক, সহ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংস্কৃতিক সম্পাদক জাহাঙ্গীর আলম রূপু, প্রকাশনা সম্পাদক ইমাম হোসেন পারভেজ, দপ্তর সম্পাদক বদিউল আলম, সহ সমাজকল্যাণ সম্পাদক আব্দুল গফুর, সাইদুর রহমান, কামাল হোসাইন।
এ সময় বক্তারা বলেন, সংযুক্ত আরব আমিরাত একটি শান্তিময় দেশ। এদেশের জন্য যারা নানাসময়ে প্রাণ দিয়েছেন তারা সোনার সন্তান। বাংলাদেশ সমিতি আরব আমিরাতের সকল জাতীয় দিবস সবসময়ে যথাযোগ্য মর্যাদায় পালন করবে।