দুবাই থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটের সময় পরিবর্তন করা হয়েছে। ২৫ জুন বৃহস্পতিবার বিমানের বিশেষ ফ্লাইট রাত ৮ টায় ছেড়ে যাবার কথা ছিল। বিমান এক বিশেষ ঘোষণায় জানিয়েছে, বিমানের এই ফ্লাইটটি রাত ৮ টার পরিবর্তে ২৬ জুন ভোর ৪.৩০ টায় দুবাই বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবে।
ঢাকাগামী যাত্রীদের যথাসময়ে দুবাই বিমানবন্দরের টার্মিনাল-২ এ আজ বৃহস্পতিবার (২৫ জুন) রাত ১১.৩০ মিনিটের মধ্যে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।