বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫ খ্রীষ্টাব্দ | ২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
গোপালগঞ্জে সহিংস পরিস্থিতির পেছনে এনসিপি’র দায় কতটা?  » «   গোপালগঞ্জে কারফিউয়ের সময় বাড়লো, ‘মৃত্যুর দায় সরকার এড়াতে পারে না’  » «   গোপালগঞ্জে এনসিপির জনসভায় লোক ছিলেন ২০০ জন : পুলিশ প্রতিবেদনে যা উঠে এলো  » «   আবারও গোপালগঞ্জ যাওয়ার ঘোষণা নাহিদের, সরকার ও এনসিপি’র সমালোচনায় বিএনপি  » «   গোপালগঞ্জে কারফিউ, চলছে ধরপাকড়, সরকারের তদন্ত কমিটি  » «   ‘জুলাই শহীদ দিবসে’ রোকেয়া বিশ্ববিদ্যালয়ের দেয়ালে একি লেখা!  » «   নাহিদ-হাসনাতদের এপিসিতে ওঠার ব্যাখ্যা দিলেন এনসিপি নেতা  » «   গোপালগঞ্জে এনসিপি নেতারা, ‘আমারে মারিস না কেন, আমারে মার’  » «   এনসিপির নেতারা খুলনায়, মাদারীপুরে পদযাত্রা হয়নি  » «   সেনাবাহিনীর সাঁজোয়া যানে গোপালগঞ্জ ছাড়লেন এনসিপির নেতারা, সন্ত্রাসীদের ভেঙে দেওয়ার ঘোষণা  » «   গোপালগঞ্জে ১৪৪ ধারার পর এখন কারফিউ : বহু হতাহত, ১০ জনের মৃত্যু দাবি  » «   গোপালগঞ্জে হামলা ও প্রতিরোধের মুখে এনসিপির সমাবেশ  » «   স্পেনে অভিবাসন বিরোধী দাঙ্গায় গ্রেপ্তার ১৪  » «   পাকিস্তানের নিষিদ্ধ তেহরিক-ই-তালিবানের কার্যক্রম বাংলাদেশে?  » «   ‘জামায়াত-শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়’—বিএনপির স্লোগানে ‘মাথাব্যথা নেই’ জামায়াতের  » «  

সিলেটে ক্রিয়েটর ল্যাব অত্যাধুনিক আইটি শিক্ষা দিচ্ছে



 

 

স্কুলের ছেলে মেয়েদের ডিজিটাল টেকনোলজির মাধ্যমে মানব সম্পদে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে -সিলেটের ক্রিয়েটর ল্যাব এবং ক্যাফে বিডি।
তথ্য প্রযুক্তির ক্ষেত্রে ব্যতিক্রমি এই উদ্যোগের সুবিধাভোগিরা হচ্ছেন- অসচ্ছল এবং মেধাবী মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েরা।
১৮ সেপ্টেম্বর লন্ডনের ব্রাডি আর্ট সেন্টারে অ্যাপাসান অফিসে ক্রিয়েটর ল্যাব ও ক্যাফে বিডির সৌজন্যে এক প্রেস কনফারেন্সের আয়োজন করা হয়।

এতে ক্রিয়েটর ল্যাব ও ক্যাফে বিডির বিস্তারিত কর্মসূচী ও তথ্য তুলে ধরেন যুক্তরাজ্য সফররত-সেবা ও ক্রিয়েটিভ ডিজিটাল টেকনোলজি বিষয়ক শিক্ষালয়ের প্রতিষ্ঠাতা মোহাম্মদ কবির উদ্দিন।
প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন- বাংলাদেশে এই তথ্য প্রযুক্তির সেবা ও প্রশিক্ষণের কর্মকর্তা -ব্রিটিশ শিক্ষক ও প্রফেশনাল লুক ডয়েল। এবং ক্রিয়েটর ল্যাবকে আর্থিক সহযোগিতা মাধ্যমে সহযোগিতা প্রদানকারী ব্রিটিশ উদ্যোক্তা ব্যবসায়ী জিল্লু মিয়া।

সংবাদ সম্মেলনে ক্রিয়েটর ল্যাব নিয়ে স্বাগত বক্তব্য রাখেন প্রবীন সাংবাদিক ও ক্রিয়েটর ল্যাবের অন্যতম উদ্যোক্তা নজরুল ইসলাম বাসন।
ক্রিয়েটর ল্যাব বর্তমানে সিলেটের হাউজিং এস্টেটে নতুন স্কুল প্রতিষ্টা করে সুবিধাবঞ্চিতত ও অস্বচ্ছল শিশু-কিশোরদের কম্পিউটর সফটওয়ার মাধ্যমে গেইম, বিভিন্ন আ্যাপস, গ্রাফিক্স ডিজাইনসহ নানা প্রযুক্তিগত শিক্ষা প্রদান করছে।

প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা মোহাম্মদ কবির উদ্দিন শিক্ষার্থীদের কার্যক্রম ও প্রজেক্টের বিভিন্ন তথ্য নিয়ে একটি ডকুম্যান্টারি সাংবাদিকদের কাছে তুলে ধরে ব্রিটেন প্রবাসীদের সহযোগিতা কামনা করেছেন।

এছাড়াও মোহাম্মদ কবির উদ্দিন এই স্কুলে প্রবাসীদের পরিচিত বা স্বজনদের কাছে ক্রিয়েটর ল্যাব এর শিক্ষাগ্রহনের সুযোগটি প্রচারের জন্য অনুরোধ জানিয়ে বলেছেন- ‘তাহলে,এই তথ্যটি জেনে অস্বচ্ছল ও সুবিধাবঞ্চিতরা এই সুযোগটিকে কাজে লাগিয়ে তাদের ভবিষ্যত উজ্জ্বল করতে পারবে।
সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন চ্যানেল এস এর চেয়ারম্যান আহমেদ উস সামাদ চৌধুরী জেপি, লন্ডন বাংলা প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ এমদাদুল হক চৌধুরী ।
প্রসঙ্গত ক্রিয়েটর ল্যাব ৬ষ্ট শ্রেণী থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীরা এই ডিজিটাল ক্রিয়েটিভ শিক্ষার সুযোগ পাচ্ছেন।

 

 

কণ্ঠ: সুমু মির্জা

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন