শিক্ষাক্ষেত্রে সিলেটের প্রাচিন ঐতিহ্য ধরে রাখতে নতুন প্রজন্মকে উচ্চশিক্ষিত করে দেশের সেবায় নিয়োজিত করতে হবে। সংযুক্ত আরব আমিরাতে সিলেট প্রবাসি সমাজকল্যাণ সংস্থা আয়োজিত মতবিনিময় সভায় এ কথা বলেছেন বক্তারা।
মঙ্গলবার আজমানে সংস্থার অস্থায়ি কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মীর্জা আবু সুফিয়ান। সাধারণ সম্পাদক জাহেদ আহমদের পরিচালনায় প্রধান আলোচক ছিলেন সিলেট সিটি কর্পোরেশের কাউন্সেলর রাশেদ আহমদ।
বিশেষ আলোচক ছিলেন মৌলভীবাজার ৩ নং মুন্সিবাজার ইউপি চেয়ারম্যান ছালিক আহমদ ও সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আউয়াল কয়েস।
এ সময় আরো বক্তব্য রাখেন সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের সিনিয়র সহ সভাপতি লালন আজাদ, সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন চৌধুরী, আমিরাত ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল আমিন, কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, সংগঠনের সহ সভাপতি আবুল হাসনাত, সহ সভাপতি জুবায়ের আহমদ, অর্থ সম্পাদক জালার উদ্দিন ও যুগ্ম সম্পাদক মহিউদ্দিন জালালি সহ আরো অনেকে।
এসময় বক্তারা আরো বলেন, প্রবাসি অধ্যুষিত সিলেট বিমানবন্দরে ফ্লাই দুবাইয়ের ফ্লাইট পুনরায় চালু করে প্রবাসিদের সেবা আরো সহজ করতে হবে।