সিলেট নগরের দাড়িয়াপাড়ায় বাসায় ডেকে নিয়ে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে (১৪) ধর্ষণের অভিযোগে ছাত্রলীগ কর্মী রাকিবুল হোসেন নিজুকে (২০) গ্রেফতার করেছে র্যাব। শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় সিলেটের গোলাপগঞ্জ উপজেলা থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-৯ এর কর্মকর্তা এএসপি সামিউল আলম বলেন, ধর্ষণ মামলার আসামি নিজুকে র্যাবের একটি দল গোলাপগঞ্জ থেকে গ্রেফতার করে।
গত শুক্রবার রাতে ধর্ষণের অভিযোগে কোতোয়ালি থানায় মামলা করেন ওই কিশোরীর মা। গ্রেফতার হওয়া নিজু সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি পিযুষ কান্তি দে’র অনুসারী ছাত্রলীগ কর্মী বলে জানা গেছে।
পিযুষ নগরের পাঁচভাই রেস্তোরাঁর সামনে তিন প্রবাসীকে মারধর করার মামলায় গ্রেফতার হয়ে কারাগারে আটক রয়েছেন। ওই মামলায় নিজুও গ্রেফতার হয়ে কিছু দিন জেলে থাকার পর জামিনে মুক্তি পান।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, বিয়ের প্রলোভন দেখিয়ে গত ২৯ সেপ্টেম্বর ওই স্কুলছাত্রী কিশোরীকে ধর্ষণ করেন নিজু। ওই কিশোরী এখন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার-ওসিসিতে চিকিৎসাধীন আছে। শনিবার ওই কিশোরীর মেডিকেল পরীক্ষা করেন চিকিৎসকরা।
জানা গেছে, ২৯ সেপ্টেম্বর ঘটনা ঘটলেও প্রথমে বিষয়টি আপোষে মীমাংসার চেষ্টা করা হয়। আপোষ না হওয়ায় শুক্রবার (২ অক্টোবর) রাতে কিশোরীরা মা বাদি হয়ে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানায় মামলা করেন।
মামলায় অভিযোগ করা হয়, বিয়ের প্রলোভন দেখিয়ে গত ২৯ সেপ্টেম্বর ওই কিশোরীকে বাসার ছাদে নিয়ে ধর্ষণ করেন রাকিবুল হোসেন নিজু। নিজু দাড়িয়াপাড়ায় এলাকার আব্দুল কাইয়ুমের ছেলে। তাদের গ্রামের বাড়ি সুনামগঞ্জ জেলার ছাতকে। আর কিশোরী নগরের আরেকটি এলাকায় ভাড়া বাসায় পরিবারের সাথে থাকেন।