বুধবার, ২৩ এপ্রিল ২০২৫ খ্রীষ্টাব্দ | ১০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
চট্টগ্রাম থেকে চীনে চালু হচ্ছে কার্গো ফ্লাইট, খুলবে বাণিজ্যের নতুন দুয়ার  » «   ইউনূসের বিরুদ্ধে শ্রমিকদের ২৫ কোটি টাকা আত্মসাৎ মামলা বাতিল  » «   হামজার ওপর চড়াও বার্নলি সমর্থকরা  » «   যুক্তরাষ্ট্র থেকে ৩১ জনকে ফেরত, বাংলাদেশিদের মধ্যে উদ্বেগ  » «   লন্ডনে বিয়ের অনুষ্ঠানে আ.লীগের সাকেক চার মন্ত্রী-প্রতিমন্ত্রী  » «   ব্রিটেনে কি দ্বিদলীয় রাজনীতি অবসানের পথে  » «   কী আছে নারী কমিশনের প্রতিবেদনে, কেনো ইসলামী দলগুলোর বিরোধিতায়?  » «   বাংলাদেশে ভ্রমণে সতর্কর্তা যুক্তরাষ্ট্রের, পার্বত্য অঞ্চলে নিষেধাজ্ঞা  » «   যুক্তরাজ্যে বিরল চিকিৎসা কীর্তি, ২বার ভূমিষ্ঠ হলো একই শিশু  » «   সিলেট থেকে কার্গো ফ্লাইটের পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু ২৭ এপ্রিল  » «   যুক্তরাষ্ট্র থেকে রেমিটেন্স বেড়েছে দ্বিগুণের বেশি, কমেছে আমিরাত থেকে  » «   পাকিস্তানের পররাষ্ট্র সচিবকে কী বললো ঢাকা?  » «   বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি ইউকের উদ্যোগে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত  » «   নির্বাচনের জন্য জামায়াত আমিরের ৩ শর্ত, ফেব্রুয়ারি ২৬-এর সময়সীমা কঠিন নয়  » «   ইইউর ‘নিরাপদ’ দেশের তালিকায় বাংলাদেশ : কঠিন হবে রাজনৈতিক আশ্রয়  » «  

ক্যারিবিয়দের বিপক্ষে বিশাল জয় নিয়ে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে বাংলাদেশ



২০১৯ ক্রিকেট বিশ্বকাপ! প্রথম ম্যাচ জয় দিয়ে শুরু করলেও দ্বিতীয় ম্যাচ থেকে মুখোমুখি হতে হয় একের পর এক অনাকাংখিত মুহূর্তের। টানা দুই ম্যাচে পরাজয় আর বৃষ্টির উপদ্রবে জয়ের দেখা মিলছিলনা বাংলাদেশ দলের।

আর সেই জয়ের দেখা মিললো আজ সোমবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজেদের পঞ্চম ম্যাচে। সাকিবের সেঞ্চুরি আর লিটন দাসের আশি কোঠার রানের এক বিধ্বংসী ইনিংসে ভর করে ৮.৩ ওভার বাকি থাকতেই এক স্বস্তির জয় নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ। সেই সুবাদে এক লাফে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে উঠে এসেছে বাংলাদেশ।

দিনের শুরুতে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ক্যাপ্টেন মাশরাফি। ব্যাটিং উপযোগী গ্রাউন্ডে ওয়েস্ট ইন্ডিজ দলও রানের পাহাড় গড়তে ব্যর্থ হয়নি। শুরুতে সাইফুদ্দিনের বলের কাছে গেইল পরাস্থ হয়ে সাজঘরে ফিরলেও এভিন লুইস আর সেই হোপ দলের হাল ধরেন। এভিন লুইস ৭০(৬৭) রান এবং সেই হোপ ৯৬(১২১) রান করে সাজঘরে ফেরেন। তাদের বিদায়ের পর শেম্রন হেতমায়ার মাত্র ২৬ বলে ৫৬রানের এক বিধ্বংসী ইনিংস খেলে দলকে ৩২১ রানের এক পাহার সম রানের পৌছে দিতে সাহায্য করেন। বাংলাদেশ দলের হয়ে ৩টি করে উইকেট নেন মোহাম্মাদ সাইফুদ্দিন এবং মুস্তাফিজুর রহমান।

নিজেদের ইনিংসে ৩২২ টার্গেটে খেলতে নেমে ম্যাচের জয় অবধি সাচ্ছন্দেই খেলতে থাকে বাংলাদেশ। তামিম ইকবাল ৪৮(৫৩) এবং সৌম্য সরকার ২৯(২৩) রান করে সাজঘরে ফেরেন। অল্প সময়ের ব্যবধানে দুঃখজনক ভাবে মুশফিকুর রহিম অসেন থমাসের ওয়াইড বল খেলতে গিয়ে কিপার সেই হোপের হাতে ক্যাচ দিয়ে ঘরে ফেরেন। তারপর ক্যারিবিয়দের যম হয়ে ওঠেন সাকিব আল হাসান এবং লিটন দাস। সাকিব ১২৪(৯৯) এবং লিটন ৯৪(৬৯) রানের এক অনবদ্য ইনিংস খেলে দলকে মাত্র ৪১.৩ বলেই পৌছে দেন কাঙ্ক্ষিত লক্ষ্যে।

ম্যাচের এক পর্যায়ে ক্যাপ্টেনের বোলিং সিদ্ধান্ত ভুল মনে হলেও শেষ পর্যন্ত সেই চিন্তাটাকেও ভুল প্রমান করে দিয়েছে বাংলাদেশি ব্যাটসম্যানরা। পয়েন্ট টেবিলের পঞ্চম স্থান লাভের পাশাপাশি নেট রান রেটের দিক দিয়েও ০.৫ পয়েন্ট এগিয়ে এসেছে বাংলাদেশ। বাকি ৪ম্যাচের মধ্যে অনবদ্য জয় বাংলাদেশের সেমিফাইনাল খেলার জন্যে অনেক গুরুত্বপূর্ণ হয়ে দাড়িয়েছে। নিউজিল্যান্ড, ইংল্যান্ড এবং ভারত যে কাউকে টপকালেই সেমি ফাইনাল নিশ্চিত করবে বাংলাদেশ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন