‘দুটি পাতা একটি কুড়ির দেশ সিলেট, শাহজালালের উত্তরসূরি আমরা হকখল সিলটি’ শ্লোগানে সিলেটের ঐতিহ্যবাহি সমাজ কল্যাণ সংস্হা জালালাবাদ এসোসিয়েশনের অভিষেক ও ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়েছে। ১৪ জুন শুক্রবার রিয়াদের স্হানীয় একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, এসোসিয়েশনের সভাপতি কাপ্তান হোসেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রদূত গোলাম মসীহ । বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, দুতাবাসের মিশন উপ-প্রধান ডক্টর নজরুল ইসলাম, আ ক ম রফিকুল ইসলাম, ডক্টর রেজাউল করিম, এম আর মাহবুব, আব্দুস সালাম প্রমূখ ।
জালালাবাদ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক নুরুজ্জামান সুমনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, আব্দুর রহমান চৌধুরী, তজাম্মুল ইসলাম, রোকন ইবনে ফয়েজী, মাহতাব উদ্দীন সহ আরও অনেকে । বিপুল সংখ্যক প্রবাসীদের উপস্হিতিতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন স্হানীয় প্রাবাসী শিল্পীরা ।