সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি মালিকানাধিন আল ওয়াফা গ্রুপের পক্ষ থেকে ৫ হাজার রেমিটেন্স যোদ্ধাদের উন্নত পরিবেশে ইফতার করানো হয়েছে।
রোববার আরব আমিরাতের আজমানের জার্ফ এলাকায় ১ কিলোমিটার জুড়ে অবস্থিত কোম্পানির নিজস্ব শ্রমিক আবাসনে এর আয়োজন করা হয়। এ সময় বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলংকা, মিশর সহ নানাদেশের শ্রমিকরা এ ইফতারে অংশ নেয়। নজিরবিহীন এমন আয়োজনের প্রশংশা করেছেন শ্রমিকদের সাথে ইফতার করতে আসা সংযুক্ত আরব আমিরাতের শ্রম মন্ত্রণালয়ের সচিব ড. ওমর নাঈমি। তাঁর সাথে শ্রম মন্ত্রণালয়ের ১০ সদস্যের একটি টিম অংশ নেয়। তাঁরা শ্রমিকদের সারিতে বসে ইফতার করেন।
এ সময় উপস্থিত ছিলেন শ্রমবিষয়ক মহা পরিচালক আহমদ ইলিয়াছি। পুরো ইফতারের তদারকিতে ছিলেন আল ওয়াফা গ্রুপের পরিচালক (প্রশাসন) মীর কামাল। এ ইফতার বিষয়ে কোম্পানির স্বত্বাধিকারি নড়াইলের বাসিন্দা আব্দুল হক বলেন, আমাদের প্রতি সম্পাদে শ্রমিকদের হক রয়েছে। তাদের প্রাপ্য হক এবং ইফতারের আনন্দ ভাগ করতে এ আয়োজন।
বাংলাদেশি মালিকানাধিন এ ক্ম্পোনি দুবাই, আজমান ও শারজাহতে নিজস্ব শ্রমিক আবাসন রয়েছে। প্রতি আবাসনে রয়েচে নিজস্ব ক্লিনিক। শ্রমিকদের স্বাস্থ্য সুবিধা দিতে এমন আয়োজন রাখা হয়েছে বলেও জানান কোম্পানির স্বত্বাধিকারি আব্দুল হক।