সংযুক্ত আরব আমিরাতে মৌলভীবাজার জেলার কুলাউড়া প্রবাসীদের সংগঠন কুলাউড়া সমিতির কার্যকরী পরিষদের পূর্নাঙ্গ কমিটি ২০১৯-২০২১ গঠন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। শুক্রবার শারজাহের একটি রেস্তোরায় কুলাউড়া সমিতি উক্ত আলোচনা সভার আয়োজন করে।
সংগঠনের সভাপতি আব্দুল মতিনের সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ন সম্পাদক নুরুল ইসলাম রুহুলের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ সংযুক্ত আরব আমিরাতের প্রধান উপদেষ্টা বদরুল ইসলাম চৌধুরী। প্রধান বক্তা ছিলেন জুড়ি ওয়েলফেয়ার এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা আজমল হোসেন।
বিশেষ অতিথি ছিলেন সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের উপদেষ্টা আশিক মিয়া, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক হাজী শফিকুল ইসলাম, সহ সভাপতি মুহিবুর রহমান, কুলাউড়া সমিতির প্রধান উপদেষ্টা আব্দুল লতিফ, উপদেষ্টা হাজী আফতার আলী, উপদেষ্টা মছব্বির আলী বাদশা, প্রধান পৃষ্টপোষক নজরুল ইসলাম চৌধুরী, সিনিয়র সহ সভাপতি আব্দুর রাজ্জাক, সহ সভাপতি আতাউর রহমান, রেজাউর রহমান রাজা, শমসের নগর ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহীন আল রাজী, মৌলভীবাজার প্রবাসী ভিআইপি ক্লাব আমিরাতের সভাপতি হুমায়ূন রশীদ, বাহুবল ঐক্য সংস্থা আমিরাতের সভাপতি আব্দুল আজিজ উজ্জল।
আরো উপস্থিত ছিলেন এমাদ উদ্দিন বিলাল, মিয়া মোহাম্মদ সিজিল, বচন মিয়া তালুকদার, কুলাউড়া সমিতির বিপ্লব চন্দ্র, ক্বারী আবু রুকিয়ান, আবু সারোয়ার তালুকদার, এমদাদুল হাসান নাসির, সহ আরো অনেকে।
স্বাগত বক্তব্য রাখেন কুলাউড়া সমিতির সহ সভাপতি নজরুল ইসলাম রুহেল ও সাধারণ সম্পাদক ইছমত আলী
আলোচনা সভায় আব্দুল মতিনকে সভাপতি, ইছমত আলীকে সাধারণ সম্পাদক ও আবু সারোয়ার তালুকদারকে সাংগঠনিক সম্পাদক করে ১২১ সদস্য কমিটি গঠন করা হয়েছে।