বিশ্বকাপে শুভ সূচনা করেছে বাংলাদেশ। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে ‘এ ম্যাচে দক্ষিণ আফ্রিকাই ফেবারিট’ বলে দলকে চাঙ্গা করার কৌশলটি ভালোই কাজে লাগিয়েছে পুরো টিম এমনটি বলছেন বিশ্লেষকরা।
বিশ্বকাপের অন্যতম ফেবারিট দক্ষিণ আফ্রিকাকে ২১ রানে হারিয়েই শুভ সূচনা করেছে বাংলাদেশ। টাইগারদের করা ৩৩০ রানের জবাবে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩০৯ রানে থেমে যায় প্রোটিয়াদের ইনিংস।
প্রায় ১৬ হাজার বাংলাদেশি দর্শক এর সরব উপস্থিতিতে ওভালে বাংলাদেশ এর বিজয়ে ব্রিটেন প্রবাসীরা আনন্দে মেতে আছেন সর্বত্র। সাপ্তাহিক ছুটির দিন থাকায় যারা সরাসরি ষ্টেডিয়ামে বসে খেলা দেখতে পারেননি, তারা টিভি ‘র সামনে বসে পুরো খেলা দেখতে চেষ্টা করেছেন।
অনেকে দলবেধে বন্ধু, স্বজনের বাসায় বসে রমজানে উপভোগ করেছেন বাংলাদেশের খেলা। বাঙালি পাড়া হিসাবে খ্যাত লন্ডনের টাওয়ার হ্যামলেটস বরায়, বিশেষ করে ইস্ট লন্ডনে, অনেক ব্যবসা প্রতিষ্ঠানে বসে টিভিস্ক্রিনে লাইভ খেলা উপভোগ করেছেন কাস্টমার ও ব্যবসায়ীরা।
ব্যস্ততম শহর লন্ডনে মুঠোফোনেই অনলাইনে অনেকে খেলা দেখেছেন। কাজের বাধ্যবাধকতা এবং সময় দুটোর মাঝখানে মুঠোফোনের স্ক্রিনে প্রবাসীদের চোখ ও মন আটকে ছিল। ট্রেনে, বাসে, হেটে হেটে অথবা কাজের ফাঁকে রোববারের দিনটি ছিল ক্রিকেটময়।
ষ্টেডিয়াম থেকে বিভিন্ন স্যোসাল গ্রুপে খেলার ছবি ও ভিডিও শেয়ার করে আনন্দ ভাগাভাগি করেছেন অনেক ক্রিকেটপ্রেমী। ‘আরও ভিডিও ও ষ্টেডিয়ামে ছবি‘র আব্দার করে গ্রুপ থেকে স্যোসাল বন্ধুদের আব্দার এবং বার বার ফোনে সংযোগ থেকে উদ্বেগ, হাতের নখ কামড়ানো উৎকণ্ঠা সব-ই আজ হয়েছে বিশ্বকাপ ক্রিকেটের বাংলাদেশ ও দক্ষিন আফ্রিকার খেলাকে কেন্দ্র করে।
সব মিলিয়ে ব্রিটেনে বাংলাদেশীদের জন্য আজকের দিনটি ছিল শতভাগ ক্রিকেটময়। এ যেন ঈদের আগে আরেকটি ভিন্ন আবহের ঈদ। প্রবাসে বাংলাদেশকে উজ্জ্বল করে ছড়িয়ে দেবার ও উপভোগের ঈদ।