সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশি দুটি স্কুলে আজ এসএসসি পরীক্ষা শুরু হয়েছে। দেশটির উত্তর আমিরাতের রাস আল খাইমায় অবস্থিত বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুল এন্ড কলেজ থেকে এবছর মোট ৩১ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে। এর মধ্যে ১৭ জন ছাত্র এবং ১৪ জন ছাত্রী। বিজ্ঞান বিভাগ থেকে ১৪জন পরীক্ষার্থী এবং বাণিজ্য বিভাগ থেকে ১৭জন পরীক্ষার্থী অংশ নিয়েছেন বলে জানিয়েছেন স্কুল পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি তাজ উদ্দিন। শতভাগ পরীক্ষার্থীর উপস্থিতিতে চলছে এ স্কুলের পরীক্ষা। পরীক্ষা চলাকালে পরিদর্শন করেছেন বাংলাদেশ কনসুলেটে জেনারেল দুবাইয়ের দূতালয় প্রধান প্রবাস লামারাং।
এদিকে দেশটির রাজধানী আবুধাবীতে অবস্থিত শেখ যায়েদ বাংলাদেশ ইসলামিয়া স্কুল এন্ড কলেজ থেকে এ বছর মোট ৩৭ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে। এর মধ্যে ২১ জন ছেলে এবং ১৬ মেয়ে। বিজ্ঞান বিভাগে অংশ নিয়েছে ২২ জন পরীক্ষার্থী এবং বাণিজ্য বিভাগে অংশ নিয়েছে ১৫জন পরীক্ষার্থী বলে জানিয়েছেন স্কুলের অধ্যক্ষ মীর আনিসুল হাসান। পরীক্ষার হল পরিদর্শন করেছেন আবুধাবীস্থ বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা।