মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩ খ্রীষ্টাব্দ | ১৪ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ
https://blu-ray.world/ download movies
সর্বশেষ সংবাদ
বিয়ানীবাজারবাসীর কাছে দানবীর পবিত্র নাথ দাসের খোলা চিঠি : আপনাদের ঐতিহ্যকে বাঁচান  » «   প্রতীকি ‘মধ্যবিত্ত পরিবার’ হিসাবে  রমজানের পুরো মাসের খাবার উপহার  » «   রমজান : সামাজিক যোগাযোগে ইফতার, দানের ছবি এবং মেয়ের বাবার ইফতারী  » «   ট্রিস ফর সিটিস এর কমিউনিটি বৃক্ষরোপণ  » «   রামাদ্বানে ইস্ট লন্ডন মসজিদের নানা আলোকিত আয়োজন  » «   স্বাগত মাহে রমজান  » «   স্মার্ট ব্যাংকিং সেবা নিয়ে ইউরোপে আবারো চালু হচ্ছে নেক মানি ট্রান্সফার  » «   সেতারা চাল পছন্দ না হলে টাকা ফেরত  » «   টরন্টোতে বিসিএসসির ফ্লাওয়ার (কর্ক) উৎসব  » «   ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই ইন দ্য ইউকের বসন্তবরণ ও পিঠা উৎসব  » «   প্রবাসীদের যাপিত জীবন ও প্রবাসের সৌন্দর্য  » «   পান্ডব একজনই  » «   বিয়ানীবাজার ডেভলাপমেন্ট সোসাইটি ইউকের বার্ষিক সাধারণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত  » «   স্পেনের বার্সেলোনায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত  » «   অমর একুশে ফেব্রুয়ারিকে ‘লন্ডন মাল্টিলিংগুয়াল ডে’ হিসেবে পালনের আহ্বান জানালেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার  » «  
সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন

টাইগারদের জয়ে দেশে বিদেশে অগ্রিম ঈদ আনন্দ



সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যচে নিজেদের থেকে র‍্যাংকিংয়ে তিন ধাপ উপরে থাকা দক্ষিন আফ্রিকাকে শেষমেশ যেন হেসে খেলেই হারিয়ে দিল বাংলাদেশের খেলোয়াড়রা।

ব্যাটিংয়ে এক ধরনের চমকের সাথে একজনের পর একজন খেলোয়াড়ের ব্যাটে রান আসতে থাকে। বাংলাদেশের সৌম্য, সাকিব, মুশফিক, রিয়াদ সহ মিডল অর্ডার পর্যন্ত ব্যাটস্ম্যানদের রান থামাতে হিমশিম খায় প্রোটিয়া বোলাররা।

সাকিব-মুশফিকের দুটি ফিফটি, সৌম্য এবং মাহমুদুল্লাহর দুটি করে চল্লিশোর্ধ রান এবং বাকি খেলোয়ারদের আক্রমণাত্নক ব্যাটিংয়ে ৫০ওভারে ৩৩০ রানের পাহাড় গড়ে তোলে বাংলাদেশ, সেটি বিশ্বকাপে নিজেদের সবচেয়ে বেশী রানের রেকর্ড।  

৩৩১ রানের টার্গেট নিয়ে খেলতে নেমে শুরুটা ভালো হলেও ব্যাটিংয়ের মোমেন্টাম ধরে রাখতে পারেনি দক্ষিন আফ্রিকার ব্যাটসম্যানরা। ডি-কক এর প্রথম উইকেট হারানোর পর টপ অর্ডার ব্যাটসম্যান মারক্রাম এবং ফাফ ডুপ্লেসিস হাল ধরে এগুলেও তাদের পথে বাধা হয়ে দাড়ান বাংলাদেশ দলের নির্ভরযোগ্য দুই স্পিন অ্যাটাকার সাকিব এবং মিরাজ। মাশ্রাফি হয়তো জানতেন প্রোটিয়া দুর্বলতা। যে কারনে স্পিন অ্যাটাকটা একটু আগেভাগেই শুরু করিয়েছিলেন।

যার দরুন ডু-প্লেসিস ৫৩ বলে ৬২ রান নিয়ে মেহেদি হাসান মিরাজের বলে সাজঘরে ফেরেন। এরপর ডেভিড মিলার এবং ভ্যান ডার ডোসেন ভাল একট পারটনারশিপ গড়ে তোলার চেষ্টা করলেও তাদের পথে বাঁধা হয়ে দাড়ায় বাংলাদেশের পেস অ্যাটাক। মোহাম্মাদ সাইফুদ্দিন এবং মোস্তাফিজুরের বলে সাজঘরে ফেরেন প্রোটিয়া মিডলঅর্ডারের এই দুই ব্যাটসম্যান।

উইকেট দুটি হারানোর পর ৩৫ওভারের দিকে ম্যাচ যখন ৫০-৫০ ব্যবধানে এগুচ্ছে তখন বাংলাদেশের জন্য একটু ভয়ের কারন হয়ে দাড়ান মিডল অর্ডার ব্যাটসম্যান জেপি ডুমিনি। কিন্তু দলকে শেষ রক্ষা এনে দিতে পারেননি তিনিও। মোস্তাফিজুর রহমানের শর্ট লেন্থ বাউন্সার বলে পুল করতে গিয়ে ব্যাটে বলে পুরোপুরি সংযোগ ঘটাতে ব্যর্থ হন ডুমিনি। বল এজ হয়ে ডিরেক্ট স্টাম্পে হিট করে। আর সেই সাথেই ম্যাচে ফিরে আসে বাংলাদেশ।

শেষ পর্যন্ত ৫০ওভারে ৩০৯ রানেই থকে যায় প্রোটিয়া ইনিংস এবং ২১রানের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

ম্যাচ সেরা হয়েছেন সাকিব আল হাসান।

 টাইগারদের জয়ে দেশ বিদেশে অগ্রিম ঈদ আনন্দে ভাসছে বাংলাদেশীরা। সবার মুখে ক্রিকেট টিমের জয়ের হাসি ছড়িয়ে আছে।

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে ‌শুভ সূচনা করায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (২ জুন) রাতে এক অভিনন্দন বার্তায় তিনি এ অভিনন্দন জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আত্মবিশ্বাস ধরে রাখা এবং জয়ের ধারা অব্যাহত রাখার জন্য টাইগারদের প্রতি আহ্বান জানিয়েছেন।


সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন