সোমবার, ২০ জানুয়ারী ২০২৫ খ্রীষ্টাব্দ | ৭ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
https://blu-ray.world/ download movies
সর্বশেষ সংবাদ
প্রধান উপদেষ্টাকে সংগ্রামের গল্প শোনালেন ১৫ উদ্যোক্তা  » «   ‘ভুইফোঁড়’ সংগঠনের দাবিতে গ্রাফিতি সরানো হল কেন? সমাবেশে প্রশ্ন  » «   সিলেট জেলা আইনজীবী সমিতি নির্বাচনে আওয়ামীপন্থিদের জয়  » «   ইমরান খান ও স্ত্রী বুশরা বিবির ১৪ বছরের কারাদণ্ড  » «   প্রতিদিন ফ্যাসিবাদ পুনরুৎপাদিত হচ্ছে: সলিমুল্লাহ খান  » «   বন্ধু নেতানিয়াহুকে বিদায়লগ্নে উপায় খুঁজতে বললেন বাইডেন  » «   শিশুর বাম চোখের পরিবর্তে ডান চোখে অস্ত্রোপচার, চিকিৎসক গ্রেফতার  » «   ‘মৃত্যুদণ্ড প্রাপ্ত’ বাবর ১৭ বছর পর কারামুক্ত  » «   সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে মামলা  » «   ছাগলকাণ্ডে আলোচিত মতিউর স্ত্রীসহ গ্রেফতার  » «   জিয়া অরফানেজ ট্রাস্ট: আপিলে খালেদা-তারেকসহ সবাই খালাস  » «   বাংলাদেশে মুক্তিযোদ্ধাদের অবমানননা ও লাঞ্ছনার তীব্র প্রতিবাদ  » «   অফস্টেডে ‘আউটস্ট্যান্ডিং’ টাওয়ার হ্যামলেটস : সরকারের রিপোর্ট বলছে, “শিশুরা পায় চমৎকার সহায়তা”   » «   সাত বছরের শিশুর ধর্ষণের বিচারের দাবিতে রাজপথে আন্দোলনে এক মা  » «   বাংলাদেশ থেকে আরও দক্ষ কর্মী নিতে দক্ষিণ কোরিয়ার প্রতি আহ্বান  » «  
সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন

বর্ণাঢ্য আয়োজনে স্পেন বাংলা প্রেসক্লাবের ইফতার



সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

 

স্পেনে বাংলাদেশী সাংবাদিকদের প্রতিনিধিত্বকারী সংগঠন স্পেন বাংলা প্রেসক্লাব ঝাঁকজমকপূর্ণ ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পবিত্র রমজান উপলক্ষে ইফতার মাহফিলের অনুষ্ঠান সম্পন্ন করেছে।গতকাল ২৮ মে সোমবার বার্সেলোনা শহরে অভিজাত হোটেল সুনটেল আকুয়ারেয়ারের হলরুমে বার্সেলোনায় বাংলাদেশী কমিউনিটির সম্মানে অনুষ্ঠিত উক্ত ইফতার মাহফিলে প্রায় ৪ শতাধিক অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে বাংলাদেশী কমিউনিটির

সর্বস্তরের ব্যক্তিবর্গের উপস্থিতি ছিলো লক্ষ্যণীয়।বাংলাদেশী কমিউনিটির বাইরে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্পেনের প্রশাসনিক কর্মকর্তা, স্প্যানিশ রাজনীতিবিদ ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়া উপস্থিত ছিলেন পাকিস্তান ও ভারতীয় কমিউনিটির নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বার্সেলোনায় বাংলাদেশী কনস্যুলেট অফিসের মাননীয় কনস্যুলেটর সিনিয়র রামন পেদ্রো, কাতালান সরকারের অ্যাক্সটের্নাল অ্যাকশন, ইন্সটিটিউশনাল রিলেশন ও ট্রান্সপারেন্সির অ্যাডভাইজার আলফ্রেড বোস, কাতালান সরকারের সমতায়ন ও অভিবাসন বিভাগের সেক্রেটারি ওরিঅল আমোরোস, নাগরিকত্ব ও মাইগ্রেশন বিভাগের প্রেসিডেন্ট নুরিয়া কাম্পস্, কাতালোনিয়ার সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফ্রান্সেস রাফোলস, বার্সেলোনার সিটি করপোরেশনের সিউদাদ ভেইয়ার প্রেসিডেন্ট মার্ক বোররাস বাতায়া, কাসা এশিয়ার বৈচিত্র্য ও আন্তঃসংস্কৃতি প্রোগ্রামের প্রধান গাইয়ে পাতিন লালয়, কাতালান বামপন্থী দলের নেতা ও কাতালান পার্লামেন্টের সাবেক এমপি রবার্ট মাসি নাহারসহ আরো উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ।

ইফতারপূর্ব অনুষ্ঠানের বক্তব্যপর্বে উপস্থিত অতিথিবৃন্দ সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন। তারা বক্তব্যে সুন্দর ও সুষ্ঠু পরিবেশে বর্ণাঢ্য ও বিশাল আয়োজনের জন্য স্পেন বাংলা প্রেসক্লাবের সকল সদস্য ও কার্যনির্বাহী পরিষদকে বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন। তাঁরা বাংলাদেশী কমিউনিটির সাথে কাতালানদের এই আনুষ্ঠানিক যোগসূত্রকে একটি পারস্পরিক সহযোগিতা ও সম্পৃতির বন্ধন হিসেবে উল্লেখ করেন।

বক্তব্যের পর ইফতারের জন্য মাগরিবের আজান পরিবেশন করা হয় এবং উপস্থিত অতিথিদের জন্য বাংলাদেশের ঐতিহ্যময় ইফতারি ও খাবার পরিবেশন করা হয়।

ইফতারের পরে বিদেশী অতিথিবৃন্দ তাদের প্রতিক্রিয়ায় বলেন, বাংলাদেশের ঐতিহ্যময় খাবারের স্বাদ ও হলরুমে বাংলাদেশের দেশীয় ঐতিহ্যময় পোষাক পরিচ্ছেদে শিশু মহিলাদের উপস্থিতিকে বর্ণময় সংস্কৃতির মিলনমেলা হিসেবে আখ্যা দেন।

অনুষ্ঠানশেষে প্রেসক্লাবের সভাপতি সাহাদুল সুহেদ ও সাধারণ সম্পাদক আফাজ জনি ইফতার অনুষ্ঠান সফল করার জন্য প্রেসক্লাবের সকল সদস্য, স্বেচ্ছাসেবক ও শুভানুধ্যায়ীদের জন্য বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন