বিয়ানীবাজারে প্রেরণা যুব চক্রের আয়োজনে এবং এম এ ছালাম গ্রুপ এন্ড ট্রাস্টের সহযোগিতায় পবিত্র রমজান উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে দ্বিতীয় বারের মত প্রেরণা ক্বিরাত প্রতিযেগিতা ।উপজেলার বিভিন্ন কেরাত প্রশিক্ষণ কেন্দ্রের প্রায় ১৮৭জন শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশ নেয়।
২৫মে শনিবার সকাল ১০ টায় স্থানীয় তমছির আলী কমিউনিটি সেন্টারে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগতায় বিচারক ছিলেন মাথিউরা সিনিয়র মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা ছালিক আহমদ,বিয়ানীবাজার সিনিয়র মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা আবু সিদ্দিক ও হাফিজ ক্বারী সাজু আহমদ।
বিকাল ৩ টায় প্রেরণা যুবচক্রের সভাপতি মোহাম্মদ ফয়জুল আলম শিমালের সভাপতিত্বে ও সহ সভাপতি রাজু ওয়াহিদ ও সাংগঠনিক সম্পাদক সুয়েব আহমদ এর সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাসেম পল্লব । বিশেষ অতিথি ভাইস চেয়ারম্যন মো. জামাল হোসেন। সংগঠনে মধ্য থেকে উপস্থিত ছিলেন প্রেরণা যুব চক্রের উপদেষ্টা শফিকুল হক রিপন, সহ সভাপতি রাজু ওয়াহিদ প্রমুখ।
বক্তারা প্রেরণা যুব চক্রের এ আয়োজনের ভূয়সী প্রশংসা করে বলেন- প্রবাসীরা জন্মভূমি থেকে দূরে থাকলেও তাদের মন দেশে পড়ে থাকে।প্রেরণা যুবচক্রের উদ্যোগটি যুক্তরাজ্য থেকে হলেও বাংলাদেশে একদল তারুণ্যদ্বিপ্ত যুবক নানা সৃজনশীল কাজগুলো করছে। সবগুলো কাজই তরুণ শিক্ষার্থীদের নিয়ে।যা আলোকিত সমাজ বিনির্মাণে খুব ইতিবাচক।
অতিথিরা প্রেরণা ক্বিরাত প্রতিযোগিতা ধারাবাহিকভাবে চালিয়ে যাবার আহবান জানিয়ে বলেন- মানবিক সমাজ গঠনে ধর্মীয় জ্ঞান অন্নেষণ এবং এর সার্বজনীন চর্চা সমাজ থেকে অন্যায়, বৈষম্য ও বিবেদ থেকে মুক্তির পথ সহজ করে দিতে পারে।
‘উপজেলা পর্যায়ে বর্ণাঢ্য আয়োজনে এই ধরণের উদ্যোগে অংশগ্রহন করতে পেরে কৃতজ্ঞতা প্রকাশ করে অভিবাকরা বলেছেন- প্রতিযোগিতাটি শিক্ষার্থীদের মনে সৃজনশীল চর্চার ক্ষেত্রটিকে আরও বিস্তৃত করতে বিশেষ ভূমিকা রাখবে।
এধরণের প্রতিযোগিতায় অংশগ্রহন করতে পেরে আনন্দিত। প্রতিযোগিতায় অংশহগ্রহন করে নিজের ভুলক্রুটি যেমন বুঝতে পেরেছি তেমনি আগামীতে এইসব প্রতিযোগিতায় অংশগ্রহনে তুমুল আগ্রহও সৃষ্টি করেছে প্রেরণার ক্বিরাত প্রতিযোগিতা’।-প্রতিযোগিতায় অংশগ্রহনকারী শিক্ষার্থীরা এভাবে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।
পুরস্কার প্রাপ্ত শিক্ষার্থীরা হলেন, ক গ্রুপে, প্রথম হয়েছেন আকবর হোসাইন ফাহিম । দ্বিতীয় মো. শফিউল করিম এবং তৃতীয় হয়েছেন নাবিল হাসনাইন। [ছবি] খ গ্রুপে প্রথম হয়েছেন মো সাইদুর রহমান সানি। দ্বিতীয় মো. মুজাহিদ সুলতান এবং তৃতীয় হয়েছেন নুরুল আল আমিন। তাদের প্রত্যেকে পেয়েছেন অর্থ পুরস্কার, সম্মাননা ক্রেস্ট ও সাটিফিকেট।
এছাড়াও ক গ্রুপে রাহিদ আহমেদ ও হাসান আহমেদ খ গ্রুপে মারুফ আহমদ ও নাদিরা আক্তার কে বিশেষ মূল্যায়ণ পুরস্কার হিসাবে অর্থ পুরস্কার, সম্মাননা ক্রেস্ট ও সাটিফিকেট প্রদান করা হয়েছে।
প্রসঙ্গত মুক্তবুদ্ধি চর্চা ও মননশীলতার বিকাশে প্রেরণা যুবচক্র বিয়ানীবাজারে ধারাবাহিকভাবে শিক্ষা ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক কর্মকান্ডে অনুপ্রেরণাদায়ী কাজ করে দেশে ও প্রবাসে প্রসংশিত হয়ে আসছে।
কণ্ঠ: সুমু মির্জা