আড়ম্বরপূর্ণ আয়োজনে ইউনাইটেড ক্রিকেট ক্লাব এর কিট লাঞ্চ ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে।
১৭ এপ্রিল বুধবার পূর্ব লন্ডনের একটি কমিউনিটি সেন্টারে সংগঠনের সভাপতি নুরুল আমীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক সিলেট ডিস্টি্রক কোচ মো.মারুফ হাসান, রডিং ভ্যালী ক্রিকেট ক্লাব এর সভাপতি সাঈদ ইসলাম, ক্রিকেট কোচ আব্দুর রাজ্জাক বাবু, গীতিকার সুমন শরীফ, গ্রিনল্যান্ড প্রোপাটিজ এর ডাইরেক্টর জামাল ওসমানী, একাউনটেন্ট ইখতিয়ার খান, হেউজ ক্রিকেট ক্লাব এর ক্যাপটেন আখলাকুন নবী জুয়েল, লন্ডন ক্রিকেট লীগ এর জেনারেল সেক্রেটারী নাহিদ নাওয়াজ রানা।
ইউনাইটেড ক্রিকেট ক্লাব এর সাধারণ সম্পাদক আব্দুল মুনিম এর প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইউনাইটেড ক্রিকেট ক্লাব এর ডাইরেক্টর শামীম আহমেদ, ভাইস প্রেসিডেন্ট জাবেদ আহমেদ ও খালেদ আহমেদ ডালিম, ক্লাব ম্যানেজার রাফিকুল রাসেল।
পরে অতিথিদের নিয়ে ক্লাবের নতুন জার্সি উন্মোচণ করে ক্লাব খেলোয়াড় ও কর্মকর্তাদেরকে হস্তান্তর করেন অতিথিবৃন্দ।
বক্তারা বলেছেন– দীর্ঘ দশ বছর থেকে ইউনাইটেড ক্রিকেট ক্লাব সফলতার সাথে খেলে আসছে। বর্তমান টিম আগের চেয়ে অনেক বেশী উদ্যোমী এবং মেধাবী। কঠোর পরিশ্রম এবং ধারাবাহিক প্রশিক্ষণ আগামীতে একটি সেরা টিম হিসাবে আত্ন প্রকাশ করবে বলে আমাদের প্রত্যাশা।
ইউনাইটেড ক্রিকেট ক্লাবের এ বছরের স্পন্সর হিসাবে সার্বিক সহযোগিতায় আছে– কেএইচএফ, আই ক্লেইমস এক্সপার্টস ও করিয়ান্ডা তান্দুরী ভকসল। কিট লাঞ্চ ইভেন্ট অনুষ্ঠানে তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে ইউনাইটেড ক্রিকেট ক্লাব। রাতের প্রীতিভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
প্রসঙ্গত ইউনাইটেড ক্রিকেট ক্লাব প্রথমবারের মতো লন্ডন ক্রিকেট লীগে চলতি বছর থেকে অংশগ্রহন করছে।