শনিবার, ১৪ জুন ২০২৫ খ্রীষ্টাব্দ | ৩১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
ইরানে নজিরবিহীন হামলা: এত বড় সিদ্ধান্ত এখন কেন নিল ইসরায়েল?  » «   ইরান-ইসরায়েল পাল্টাপাল্টি হামলা : ক্ষেপণাস্ত্র ও যুদ্ধবিমানে উত্তপ্ত পরিস্থিতি  » «   প্রবাসীদের ভোট : অনলাইন পদ্ধতিই গ্রহণযোগ্য, মত অধিকাংশ দলের  » «   লন্ডনের রাজনৈতিক ভণ্ডামি দেশের জন্য ভয়ানক: এনসিপির ক্ষুব্ধ প্রতিক্রিয়া  » «   ইসরায়েল-ইরান হামলা : সামরিক শক্তি কার কতটুকু  » «   ইউনূস–তারেক বৈঠক: একান্তে কী আলোচনা হলো, দুই পক্ষই জানাল সন্তুষ্টির কথা  » «   ইরানকে ট্রম্পের হুমকি : চুক্তিতে না এলে অবস্থা আরও ভয়াবহ হবে  » «   রোজার আগেই জাতীয় নির্বাচন : তারেকের প্রস্তাবে ইউনূসের সম্মতি  » «   ইরান-ইরাক যুদ্ধের পর এত ব্যাপক হামলা দেখেনি ইরান, পাল্টা হামলার শঙ্কায় ইসরায়েলে সর্বত্মক প্রস্তুতি  » «   লন্ডনে ড. ইউনূস-তারেক সাক্ষাৎ : বৈঠকের আগে যে কথা হলো তাদের  » «   এবার হজে গিয়ে ২৬ বাংলাদেশির মৃত্যু  » «   পাখির ধাক্কা না যান্ত্রিক ত্রুটি—কেন ভেঙে পড়ল এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজ?  » «   ইরানের ইসরায়েলের হামলা : রেভল্যুশনারি গার্ড প্রধান নিহত, বিশ্ববাজারে চরম অস্থিরতা  » «   রাজা তৃতীয় চার্লসের ‘হারমনি অ্যাওয়ার্ড’ পেলেন ইউনূস : একান্ত বৈঠকে জানালেন সংস্কার কার্যক্রম  » «   কি যুক্তিতে টিউলিপের আমন্ত্রণ প্রত্যাখ্যান করলেন ইউনূস?  » «  

বঙ্গমাতা আন্তর্জাতিক গোল্ডকাপ ফুটবলের সেমিতে বাংলাদেশ
গ্রুপ চ্যাম্পিয়নের খেতাব অর্জন



গ্রুপের সর্বশেষ ম্যাচটি ছিল কিরগিস্থানের বিপক্ষে। যদিও এক ম্যাচ হাতে রেখে আগে থেকেই সেমিফাইনাল নিশ্চিত করেছিল বাংলাদেশ ও কিরগিজস্তান দুই দলই। এজন্য ম্যাচটা ছিল গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ের। যার জন্যে বাংলাদেশের কমপক্ষে ড্র করার দরকার ছিল। কিন্তু আশা জাগানো বাংলাদেশের দুরন্ত এই অনূর্ধ্ব-১৯ প্রমিলা দলটি শেষ পর্যন্ত কিরগিজদের ২-১ গোলে হারিয়ে বঙ্গমাতা আন্তর্জাতিক অনূর্ধ্ব-১৯ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই উঠেছে। বাংলাদেশের পক্ষে একটি করে গোল করেছেন সানজীদা আক্তার ও কৃষ্ণা রানি সরকার।

শুরুটাই ছিল বাংলাদেশের জনে বেশ রোমাঞ্চকর। ২৯ সেকেন্ডেই প্রথম গোল করে এগিয়ে যায় বাংলাদেশ। বঙ্গবন্ধু স্টেডিয়ামে উপস্থিত প্রায় হাজার দশেক দর্শক প্রত্যাশায় উন্মুখ হয়েছিল আরও গোল দেখার জন্য। পরপর আক্রমণে কিরগিস্তান রক্ষণভাগকে ব্যতিব্যস্ত করে ফেলে বাংলাদেশ। কৃষ্ণা, সানজীদা, মারিয়ারা নিজেদের নৈপুণ্যের সেরাটাই দিয়েছেন। কিক-অফ থেকে বাম প্রান্তে বলটা দিয়েছিলেন সেন্টারব্যাক আঁখি খাতুন। কিরগিজ রাইটব্যাক ঝুঁকি না নিয়ে মাঠের বাইরে পাঠিয়ে দেন। দ্রুত থ্রো-ইন করে কৃষ্ণার পায়ে বল দেন শামসুন্নাহার। সেখান থেকে কৃষ্ণার নেওয়া ক্রস শট কিরগিজ গোলরক্ষক ইরিনার হাত ফসকে বের হয়ে গেলে ফলোআপ থেকে দ্রুত এসে টোকা দিয়ে গোল করেন সানজীদা।

এরপরের গোলের জন্য অনেক লম্বা সময় অপেক্ষা করতে হয় কৃষ্ণা-মারিয়াদের। বল গোলপোস্টের সাথে লেগে বাইরে চলে যাওয়া, গোল পস্টের পাশ দিয়ে চলে যাওওার প্রহরগুলো গুন্তে থাকে বাংলাদেশ। বিরতিতে যাওয়ার আগে মারিয়া মান্দার বক্সের মধ্যে কিরগিস্তানের দুই সেন্টারব্যাককে বোকা বানিয়েও বাইরে মারেন। পরবর্তীতে ৫৯ মিনিটে ২-০ ব্যবধান নিশ্চিত করেন কৃষ্ণা। রাইট উইঙ্গার সানজীদা ডান প্রান্ত দিয়ে ঝড়বেগে ঢুকে ক্রস করলে আবারো কিরগিজ গোলরক্ষকের হাত ফসকে সোনার হরিন বল বের হয়ে যায়। পাশেই ঝাপটে থাকা কৃষ্ণা দেখেশুনে বল জালে জড়াতে কোনো ভুলই করেননি। এরপরে আরো অনেকগুলো সুন্দর সুযোগ আসলেও বল জালে পর্যন্ত গড়ায়নি। তা না হলে ব্যাবধান আরো বেশি হতে পারতো।

খেলার ৬৮ মিনিটে বাংলাদেশের গোলরক্ষক রুপনার ভুলে ব্যবধান কমায় কিরগিস্তান নারী দল। বক্সের ডান প্রান্ত থেকে আখমাতকুলুভার শট রুপনার হাত ফসকে জালের ভিতর প্রবেশ করে। পরবর্তীতে বেশ কয়েকবার গোল ব্যবধান বাড়ানোর সুযোগ আসে বাংলাদেশের সামনে কিন্তু শেষমেশ ২-০তেই জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল দল।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন