সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
লন্ডনের গ্রীনস্ট্রিটে ঐহিত্যবাহী টারকিস খাবারের রেস্টুরেন্ট ‘ টারক্যুসি’ শুভ উদ্বোধন করা হয়েছে।
নজরকাড়া জিডাইন,পর্যাপ্ত জায়গা, সাথে আছে নান্দনিক শৈলীর মনভালো করে দেয়া ভিতরের পরিবেশ।
রেস্টুরেন্টটি প্রতিদিন দুপুর বারোটা থেকে রাত বারোটা পর্যন্ত খোলা থাকবে।
জন্মদিন অথবা বিশেষ কোন দিনের মুহুর্তটিকে আনন্দময় রাখতে টারক্যুসি‘তে আয়োজন করা যাবে সৃজনশৈলীর যে কোন অনুষ্ঠান। সবদিক চিন্তায় রেখেই রেস্টুরেন্টটি সাজানো হয়েছে বলেছেন ব্রিটিশ বাংলাদেশী উদ্যোক্তারা ।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন