বাংলাদেশ কনসুলেট জেনারেল দুবাই ও উত্তর আমিরাতের কমার্শিয়াল কাউন্সেলর ড. রফিক আহাম্মেদ এর বিদায় সংবর্ধনা প্রদান করেছে আরব আমিরাত সরকার কর্তৃক অনুমোদিত বাংলাদেশি ব্যবসায়িদের একমাত্র সংগঠন বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুবাই।
শুক্রবার দুবাইয়ের একটি অভিজাত হোটেলে এ উপলক্ষে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সিআইপি মাহতাবুর রহমান নাসের।
সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ডা. মোহাম্মদ ইমরান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কনসাল জেনারেল ইকবাল হোসেন খান।
এ সময় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সিনিয়র সহ সভাপতি আইয়ূব আলী বাবুল, সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ, মোহাম্ম্মদ রাজা মল্লিক, সিআইপি আবুল কালাম, জাকির হোসাইন হাফিজ ও মোহাম্মদ জাকির হোসাইন সহ আরো অনেকে।
এ সময় বক্তারা বলেন, ১৯৭৪ সালের পর থেকে আরব আমিরাতের বাজারে বাংলাদেশি পণ্যের ব্যাপক চাহিদা রয়েচে। দিন দিন বাংলাদেশিরা দেশের পণ্য আমিরাতে বাজারজাত করণের পাশাপাশি নানা ব্যবসায় অন্যদেশের সাথে পাল্লা দিয়ে দ্রুত গতিতে এগিয়ে চলছেন। এই ধারা অব্যাহত রাখতে সকলের একতা আর আন্তরিকতার প্রয়োজন বলে জানিয়েছেন তারা।
অনুষ্ঠানে বিদায়ী কমার্শিয়াল কাউন্সেলরকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।