মসজিদ শান্তির স্থান, যেখানে দুনিয়াবী চিন্তাধারা থেকে নিজেকে মুক্ত রেখে সকলের সাথে হৃদ্যতা ও ভ্রাতৃত্বের বন্দন অটুট থাকার কথা।কিন্তু সেই শান্তি আর প্রার্থনার জায়গাটাকে কেন্দ্র করেই ক্ষমতা আর অর্থের হিসাব নিয়ে ঘঠেছে এক সহিংস ঘঠনা। এমনি এক হৃদয় বিদারক ঘটনা ঘটেছে গাইবান্ধা জেলায়।
গাইবান্ধার সাঘাটায় শুক্রবার জুম্মার নামায শেষে টাকার হিসাব নিয়ে মসজিদ কমিটির দু’পক্ষের মধ্যে সংর্ঘষে আব্দুল করিম মুন্সি (৬৫) নামে ইমাম নিহত হয়েছেন।নিহত করিম মুন্সি উপজেলার ডিমলা পদুমশহর ফকিরপাড়া গ্রামের মৃত তছলিম উদ্দিনের ছেলে এবং একই ইউনিয়নের মজিদের ভিটা জামে মসজিদের ইমাম।
জানা যায়, শুক্রবার উপজেলার ডিমলা পদুমশহর ফকিরপাড়া জামে মসজিদে জুম্মার নামায শেষে মসজিদের টাকার হিসাব নিয়ে মসজিদ কমিটির দু’পক্ষের মধ্যে বাক বিতণ্ডার এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়। এতে প্রতিপক্ষের আঘাতে আব্দুল করিম মুন্সি (৬৫) গুরুত্বর আহত হন। দ্রুত তাকে উপজেলার বোনারপাড়াস্থ ডাক্তারের কাছে নিয়ে আসা হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোখলেছুর রহমান, এএসআই মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। নিহতের পুত্র হামিদুল হক বাদী হয়ে ৬ জনকে আসামি করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
হৃদয় বিদারক এই ঘটনার পর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে বলে জানা যায়।