“সকলের তরে সকলে আমরা
প্রত্যেকে আমরা পরের তরে”
এই স্লোগানকে সামনে রেখে ঐতিহ্যবাহী বড়লেখা ফ্রেন্ডস ক্লাব ইউকে এর নব গঠিত কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত হয়।
মানবিক ও সামাজিক কল্যাণে ২০১৫ সালে প্রতিষ্ঠিত অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও অসাম্প্রদায়িক মনোভাবাপন্ন সংগঠন বড়লেখা ফ্রেন্ডস ক্লাব ইউকের ২০২৩-২৫ মেয়াদের নতুন কমিটির অভিষেক ও ডিনার পার্টি অনুষ্ঠান গত ১৫ জানুয়ারী সোমবার পূর্ব লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টার হল রুমে অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি নাজিম উদ্দিন এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জনাব আব্দুল মুমিন বেলাল এবং সহ সাধারণ সম্পাদক ফয়সল উদ্দিন এর যৌথ উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরান তেলাওয়াত করেন সংগঠনের সহ সভাপতি ইলিয়াস আহমদ।
বড়লেখা ফ্রেন্ডস ক্লাব এর কমিটির পরিচিতি ও ডিনার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস্ কাউন্সিলের স্পিকার জাহেদ চৌধুরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা পীরজাদা হোসাইন আহমদ, কাউন্সিলর কামরুল হোসাইন, কাউন্সিলর সাফি আহমদ, ফ্রেন্ডস ক্লাব ইউকের প্রধান উপদেষ্টা মোহাম্মদ শাহাব উদ্দিন, কাউন্সিলর হাবিবুর রহমান, আবু রহমান, বদরুল হক, মাহবুব আলম মামুন। সংগঠনের সিনিয়র সহ সভাপতি হাসান পারভেজ চৌধুরী রাসেল বড়লেখা ফ্রেন্ডস ক্লাব ইউকের অতীতের সকল কার্যক্রম এবং আগামী দিনে সংগঠনের বিভিন্ন পরিকল্পনা নিয়ে বক্তব্য রাখেন।
বড়লেখা সহ বাঙালী কমিউনিটির জনসাধারণের উপস্থিতিতে প্রাণবন্ত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইলিয়াস আহমদ, সিরাজ উদ্দিন, সোহরাব হোসাইন, ইউনুস মিয়া, সরফ উদ্দিন, শাহাব উদ্দিন আহমদ, ওয়াহিদুজ্জামান লিটন, নাজমুল ইসলাম, এমরান আহমদ পান্না, হাফিজ মাওলানা মুসলিম উদ্দিন, নাঈম শহিদ আশুক, সাংবাদিক সালেহ আহমেদ, লিয়াকত খাঁন, আব্দুল কাইয়ুম চৌধুরী, আব্দুস সামাদ রাজু, তাজ উদ্দিন, কাজল সরকার, আব্দুল আহাদ, এ কে আজাদ লুৎফুর, আলিম উদ্দিন, আম্বির হোসাইন, জাহেদ আহমদ, তাওহীদ আহমদ শরীফ, সুহেল আহমদ, জামিল হোসাইন, সলিসিটর নাসির উদ্দিন, আবুল কাশেম, তাজ উদ্দিন, তালহা চৌধুরী রিফাত, মুনতাসির রেজা চৌধুরী, ফকরুল ইসলাম, বুরহান উদ্দিন, ফারুক আহমদ, নুরুল ইসলাম রাজু প্রমুখ।
ক্লাবের উপদেষ্টা জালাল উদ্দিন আহমদ ও মামনুর রশিদ ফয়সলের রোগমুক্তির জন্য বিশেষ মোনাজাত ও রাতের সুস্বাদু খারার এবং মিষ্টি পরিবেশনের মাধ্যমে অভিষেক অনুষ্ঠান সমাপ্তি হয়। ( বিজ্ঞপ্তি)