মধ্যপ্রাচ্যের অন্যতম আলোচিত দেশ আরব আমিরাত। মানবিক এ দেশে বিশ্বের সকল গুরুত্বপূর্ণ দেশে অবদান রাখতে দেখা গেছে।
রোববার শ্রীলংকায় ইস্টার্ন ইস্টার হামলার পর বুধবার রাতে শ্রীলংকান পতাকা উত্তোলনের মাধ্যমে আরব আমিরাতের রাজধানী আবুধাবীর গুরুত্বপুর্ণ সকল ভবনে শ্রীলংকার পতাকাসহ আলোকসজ্জা দিয়ে সমবেদনা জানাতে দেখা গেছে।
আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানি (এডিএনওসি), এমিরেটস প্যালেস, আবুধাবি গ্লোবাল মার্কেট, মরিনা মল, ক্যাপিটাল টাওয়ার এবং শেখ জায়েদ সেতু সদর দফতর লায়ন ফ্ল্যাশের রঙে বা সিনহ ফ্ল্যাগের সদর দপ্তর হিসাবে পরিচিত সে সব জায়গায় এই আলোকসজ্জা দিয়ে সমবেদনা জানানো হয়েছে।
সন্ত্রাস ও চরমপন্থার সকল রূপ ও প্রকাশের মধ্যে সংযুক্ত আরব আমিরাত বরাবরের মতো প্রতিবাদে সোচ্চার এবং এমন ঘৃণিত কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ জানিয়েছে।
সূত্র: গাল্ফ নিউজ