শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫ খ্রীষ্টাব্দ | ৪ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
https://blu-ray.world/ download movies
সর্বশেষ সংবাদ
শিশুর বাম চোখের পরিবর্তে ডান চোখে অস্ত্রোপচার, চিকিৎসক গ্রেফতার  » «   ‘মৃত্যুদণ্ড প্রাপ্ত’ বাবর ১৭ বছর পর কারামুক্ত  » «   সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে মামলা  » «   ছাগলকাণ্ডে আলোচিত মতিউর স্ত্রীসহ গ্রেফতার  » «   জিয়া অরফানেজ ট্রাস্ট: আপিলে খালেদা-তারেকসহ সবাই খালাস  » «   বাংলাদেশে মুক্তিযোদ্ধাদের অবমানননা ও লাঞ্ছনার তীব্র প্রতিবাদ  » «   অফস্টেডে ‘আউটস্ট্যান্ডিং’ টাওয়ার হ্যামলেটস : সরকারের রিপোর্ট বলছে, “শিশুরা পায় চমৎকার সহায়তা”   » «   সাত বছরের শিশুর ধর্ষণের বিচারের দাবিতে রাজপথে আন্দোলনে এক মা  » «   বাংলাদেশ থেকে আরও দক্ষ কর্মী নিতে দক্ষিণ কোরিয়ার প্রতি আহ্বান  » «   জয় বাংলা স্লোগান দেয়ায় ছাত্রলীগ নেত্রীকে ৯ তলায় নেয়া হলো সিঁড়ি দিয়ে  » «   ‘সম্পর্ক’ স্বাভাবিক হবে ঢাকায় নির্বাচিত সরকার এলে, জানালেন ভারতের সেনাপ্রধান  » «   ঘরটি কেন পুড়েনি?  » «   অমর একুশে বইমেলা নিয়ে কী হচ্ছে?  » «   ‘ভালো বন্ধু’ টিউলিপকে বরখাস্ত করার মত কঠোর হতে পারবেন স্টারমার?  » «   ১১ দিনে প্রবাসী আয় এলো ৭৩ কোটি ৬৬ লাখ ডলার  » «  
সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন

শমী কায়সার: আপনি বাইরে সুন্দর, ভেতরে হয়ত অন্য!
কবির য়াহমদ



সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

ছবি: বাংলানিউজটুয়েন্টিফোরডটকম

টেলিভিশন নাটক দেখার জামানায় শমী কায়সার ছিলেন ভালোলাগার মত একজন অভিনেত্রী। এই ভালোলাগায় আরও জ্বালানি যোগাত তার পারিবারিক পরিচিতি। অভিনয় থেকে সরে যাওয়ার পর সুযোগ হলেই শমী কায়সারের খোঁজ নিতাম।

সর্বশেষ শমী কায়সার যখন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হতে চেয়েছিলেন তখন ভেবেছি মায়ের মত তাকেও হয়ত মূল্যায়ন করা হবে। হয়নি। তবে সে খবর রেখেছিলাম।

যাই হোক, প্রসঙ্গ ওটা নয়; প্রসঙ্গ সেই শমী কায়সারের অন্য রূপের। বুধবার আমাদের সেই শমী কায়সার ঢাকায় অনুষ্ঠিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের চোর সন্দেহে অপমান করেছেন। এজন্যে তিনি সকলের দেহ তল্লাশি পর্যন্ত করিয়েছেন বলে জেনেছি। এর মাধ্যমে ন্যক্কারজনক এক কাজ করেছেন তিনি।

তার এই অশিষ্ট আচরণের নিন্দা ও প্রতিবাদ করছি।

শমী কায়সারের দুইটা মোবাইল ওই অনুষ্ঠানে হারিয়েছে বলে তিনি তার ভাষায় ‘শকড’ হতে পারেন, কিন্তু এর প্রকাশে ভদ্রতা বজায় রাখাই ত একজন ভদ্রলোকের কাজ। কিন্তু শমী কায়সার সেটা করেননি, উলটো তার লোকজন সাংবাদিকদের উদ্দেশে ‘চোর’ শব্দ উচ্চারণ করেছে বলে গণমাধ্যমের খবর। এটা সীমা লঙ্ঘন, এটা বেয়াদবি।

অনুষ্ঠানস্থলে শমী কায়সারগং যখন সাংবাদিকদের এমন অপমান করছিলেন তখন অন্য অনেকের মত উপস্থিত ছিলেন আরেক সাংবাদিক মাসুদা ভাট্টি। তার দেহ তল্লাশি করা হয়েছে এমন খবর আসেনি কোথাও। জয়া আহসানসহ তাকে সন্দেহ করেননি শমী কায়সার। বাকিদের সন্দেহ করেছিলেন বলে দেহ তল্লাশি হয়েছে, যারা ছিলেন সন্দেহের বাইরে তাদের তল্লাশি হয়নি।

পেশাগত সহকর্মীরা যখন অপমানিত হচ্ছিলেন তখন মঞ্চেই ছিলেন তিনি। তিনি এর কোনো প্রতিবাদ করেছিলেন বলে জানা হয়ে ওঠেনি। অথচ কিছুদিন আগে ব্যারিস্টার মইনুল ইসলাম নামের একজন লোক যখন তাকে অপমান করেছিলেন তখন সাংবাদিকেরাসহ অনেকেই প্রতিবাদ করেছিল। মাসুদা ভাট্টি হয়ত সেটা ভুলে গেছেন, অথবা নিজেরটাই দেখছেন; অন্যের অপমান দেখার সময় নাই তার!

সাংবাদিকদের সঙ্গে এমন দুর্ব্যবহারের পরও ধারণা করি কোনো সাংবাদিক নেতা এনিয়ে কিছু বলবেন না। শমী কায়সার রাজনৈতিক পরিচয় সূত্রে মইনুলদের পক্ষের হলে কিছু বলতেন হয়ত!

শমী কায়সার, আপনার এহেন অশিষ্ট আচরণ সত্ত্বেও আপনি ভাগ্যবান। আপনি বাইরে সুন্দর, ভেতরে হয়ত অন্য!

লেখক:  কবির য়াহমদ এর ফেইসবুক পোষ্ট থেকে। প্রকাশ:২৫.০৪.২০১৯


সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন