যুক্তরাজ্য সরকার শুক্রবার (৭ মে) তাদের নাগরিকদের নিরাপদ ভ্রমণের জন্য ১২টি দেশ এবং অঞ্চলগুলির প্রাথমিক তালিকা’ ঘোষণা করেছে, যেখানে তাদের নাগরিকরা ১৭ ই মে থেকে কোয়ারেন্টাইন ছাড়াই ভ্রমণ করতে পারবেন, যার মধ্যে পর্তুগাল, জিব্রাল্টার এবং ইস্রায়েল রয়েছে, তবে স্পেন, ফ্রান্স গ্রিস এবং ক্যানারি দ্বীপপুঞ্জকেও নিরাপদ জায়গাগুলির এই তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।
ব্রিটিশ পরিবহনমন্ত্রী গ্রান্ট শ্যাপস বলেন বাদ পড়া দেশগুলোকে ১৭ মে পর থেকে প্রতি তিন সপ্তাহ পর পর অবস্থা পর্যালোচনা করে তালিকার সংশোধন করা হবে।
ক্যানারি দ্বীপপুঞ্জের দ্বীপগুলো পর্যটক নির্ভর এবং অধিকাংশ পর্যটক যুক্তরাজ্য থেকে আসার জন্য এই তালিকা প্রকাশের পর গ্রীষ্মের ব্যবসা নিয়ে দুশ্চিন্তায় আছেন ব্যবসায়িরা। পর্যটক শূন্য দ্বীপগুলো এখন কঠিন সময় অতিবাহিত করছে এবং সবাই এই গ্রীষ্মের ব্যবসার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় আছেন।
বতর্মানে ক্যানারি দ্বীপপুঞ্জের করোনা পরিস্থিতি উন্নতির দিকে তবে সবকিছু স্বাভাবিক হবার মতন অবস্থার সৃষ্টি হয়নি অপরদিকে ভারতের নতুন করোনার ধরন কর্তৃপক্ষের মাথাব্যথার কারন হয়ে দাড়িয়েছে।সবকিছু দ্রুত সাভাবিক হয়ে আগের মতন কর্মক্ষেত্রে ফিরবেন এমন প্রত্যাশায় কর্মজীবী মানুষেরা।