শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ২৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
https://blu-ray.world/ download movies
সর্বশেষ সংবাদ
দ্রোহ ও প্রেমের কবি হেলাল হাফিজ আর নেই  » «   লন্ডন মুসলিম সেন্টারে দুই শতাধিক মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো ‘ফেইথ ইন এনভারনমেন্ট’ সামিট  » «   রোবটিক্স বিজ্ঞানী ড. হাসান শহীদের নেতৃত্বে কুইন মেরি ইউনভার্সিটি অব লন্ডনে বিশ্বের ক্ষুদ্রতম মাল্টিরোটর সোলার ড্রোন উদ্ভাবন  » «   লন্ডন এন্টারপ্রাইজ একাডেমির অফস্টেড রিপোর্টে ‘গুড’ গ্রেড অর্জন  » «   টাওয়ার হ্যামলেটস এডুকেশন অ্যাওয়ার্ডস : ১৮৫ জন শিক্ষার্থীকে সম্মাননা  » «   ব্যারিস্টার নাজির আহমদের “ইন্সপায়ার এ মিলিয়ন”নামে চ্যারিটি প্রতিষ্ঠার ঘোষণা  » «   সম্মিলিত সাহিত্য ও  সাংস্কৃতিক পরিষদের ২০২৫-২৬ পরিচালনা পর্ষদ গঠন  » «   গ্রেটার ফতেহপুর ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের সাধারণ সভা ও সম্মেলন অনুষ্ঠিত  » «   আওয়ামী লীগ ও জামায়াতের মিল আর গুজব রাজনীতি  » «   পাচারকৃত টাকা বাংলাদেশে ফেরত আনার ব্যাপারে যুক্তরাজ্য সরকারের সহযোগিতা কামনা করেছেন ডা. শফিকুর রহমান  » «   প্যারিস-বাংলা প্রেসক্লাব ফ্রান্সের দ্বি-বার্ষিক সম্মেলন  » «   শেখ হাসিনা ও সাবেক মন্ত্রীদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা  » «   ব্রিটিশ-বাংলাদেশী হুজহু’র ১৫তম প্রকাশনা ও এওয়ার্ড অনুষ্ঠান ১২ নভেম্বর  » «   বিসিএর ১৭তম এওয়ার্ড : উদযাপিত হলো বাংলাদেশী কারি শিল্পের সাফল্য  » «   কবি ফয়জুল ইসলাম ফয়েজনূরের প্রথম কাব্যগ্রন্থ ‘ভালোবাসার আগ্রাসন’র মোড়ক উন্মোচন  » «  
সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন

লর্ড এ্যারিক পিকলসের  বিসিএ কার্যালয় পরিদর্শন এবং পোস্ট  ব্রেক্সিট বিষয়ে মতবিনিময়



সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

পোস্ট  ব্রেক্সিট  আলোচনার অংশ হিসাবে  ব্রিটিশ কারী শিল্প সম্পর্কে  রাইট অনারেবল ও লর্ড এ্যারিক পিকলস বাংলাদেশ ক্যাটারার্স এসোসিয়েশন ( বিসিএ) কার্যালয় পরিদর্শন এবং কর্মকর্তাদের সাথে  এক মতবিনিময় করেছেন।

১৯ মার্চ মঙ্গলবার পরিদর্শন ও মতবিনিময় সভায়  বিসিএ এর কার্যালয়ে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান বিসিএ‘র কর্মকর্তাবৃন্দ।

লর্ড এ্যারিক পিকলস বলেন- কারী শিল্পের সমস্যা , সম্ভাবনা এবং উত্তোরণের  জন্য বিসিএ কে কারী ইন্ড্রাট্রি সংশ্লিষ্ট অন্যান্য সংগঠন এবং প্রতিষ্ঠানের সাথে একযোগে কাজ করতে হবে। কারী শিল্পের ইতিবাচক দিকগুলো সরকারের সংশ্লিষ্ট বিভাগে ঐক্যবদ্ধভাবে জানানোর প্রতি গুরুত্ব আলোপ করে বলেন- ব্রিটিশ কারী ইন্ড্রাটিতে বাংলাদেশী ক্যুজিন যে অবদান রাখছে তা নি:সন্দেহে ইতিবাচক এবং এটাকে ধরে রাখতে  চিহ্নিত সমস্যাগুলো নিয়ে  সাংগঠনিক ভাবে সরকারের  উচ্চ পর্যায়ে  আরও উচ্চকণ্ঠ হওয়া জরুরী। যাতে কারী শিল্পের সংকট নিরসন এবং এর বিশাল অর্থনৈতিক সম্ভাবনার বিষয়টি ব্রেক্সিট ইস্যুর কারণে  সরকারের সুদৃষ্টি থেকে আড়ালে না পড়ে।

বিসিএ এর সভাপতি কামাল ইয়াকুব এর সভাপতিত্বে   অনুষ্ঠানটির প্রাণবন্ত সঞ্চালনা করেন সেক্রেটারী জেনারেল ওলি খাঁন।  প্রেস এন্ড পাবলিসিটি সেক্রেটারী ফরহাদ হোসেন টিপু‘র পবিত্র কোরআন তেলাওয়াত এর মধ্য দিয়ে সভা শুরু হয়।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ হাইকমিশনের কমার্শিয়াল কনস্যুলার এস এম জাকারিয়া হক , সাবেক সেক্রেটারী জেনারেল এম এ মুনিম, বিসিএ এর সিনিয়র সহ সভাপতি মো. ফজল উদ্দিন, ট্রেজারার  সাইদুর রহমান বিপুল, অর্গানাইজিং সেক্রেটারী মিটু চৌধুরী প্রমূখ।

বক্তারা-সরকারের অর্থনৈতিক পলিসিতে  ব্রিটিশ কারী ইন্ড্রাষ্টিকে  বিনিয়োগ বান্ধব করার প্রতি জোর দাবী জানিয়ে বলেন, ভিএটির জন্য সরকারের নির্ধারিত থ্রেশহোল্ড ক্যাপ ৮৩,০০০ পাউন্ড থেকে  ১,৫০,০০০ পাউন্ড  নির্ধারণ করা বিপর্যস্ত শিল্পের জন্য সময়ের দাবী ।

এছাড়াও  ব্রেক্সিট বাস্তবায়ন পরবর্তী সময়ের  জন্য প্রধানমন্ত্রী থেরেসা মে‘র ঘোষিত অভিবাসন পরিকল্পনা অনুযায়ী  কমনওয়েল্থ দেশ থেকে  রেষ্টুরেন্ট কর্মী সংকট নিরসনে  দক্ষ ও অদক্ষ কর্মী আনার আইনী সুযোগ দেবার জন্য জোর দাবী জানানো হয়।

কারী শিল্পের বিভিন্ন সমস্যা ও প্রতিবন্ধকতার চিত্র তুলে ধরে বক্তারা বলেন – সম্প্রতি প্রকাশিত তথ্য মতে,  ব্রিটিশ খাবার সংস্কৃতিতে আলোকিত অবদান রাখা বাংলাদেশী রেষ্টুরেন্ট  স্টাফ সংকটের কারণে  প্রতি সপ্তাহে প্রায় ৩টি করে কারী রেষ্টুরেন্ট বন্ধ হচ্ছে। যা ব্রিটেনের অর্থনীতিতে এর সরাসরি প্রভাব পড়ছে।

প্রসঙ্গত বাংলাদেশ  ক্যাটারার্স এসোসিয়েশন (বিসিএ) বাংলাদেশী কারী ইন্ড্রষ্টির  প্রতিনিধিত্বশীল সর্ববৃহৎ প্রতিষ্ঠান। বাংলাদেশীদের দ্বারা পরিচালিত এই ইন্ড্রাষ্টিতে  কর্মসংস্থানে  আছেন  এক লক্ষাধিক মানুষ।  কারী ইন্ড্রাষ্টি থেকে  সরকার প্রতি বছর আয় করছে ৪.২ বিলিয়নের বেশী।

ব্রিটিশ খাদ্যভাসে গুরুত্বপূর্ণ অবদান রাখা কারি শিল্পের আলোকিত দিকগুলো মূলধারায় তুলে ধরতে ক্যাটারার্সদের বৃহৎ সংগঠন  বিসিএ  ধারাবাহিক ভাবে আয়োজন করে আসছে বিসিএ এওয়ার্ড সহ  কারী শিল্পের সাথে সংশ্লিষ্ট নানা ধরণের অনুপ্রেরণা ও সেবামূলক কাজ। যা মূলধারায় প্রসংশিত। কারী শিল্পের সমস্যা, সম্ভাবনা এবং সংকট উত্তোরণে সরকারের উচ্চ পর্যায়ে বিসিএ  একটি লবিষ্ট সংগঠন হিসাবে কাজ করে কারী শিল্পের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভুমিকা রাখছে বলে মূলধারার অভিজ্ঞরা ইতিমধ্যে অভিমত জানিয়েছেন।

 

 


সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন