বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে দুবাইয়ের বাংলাদেশ কনসুলেটের উদ্যোগে কূটনৈতিকদের অর্ভ্যথনা দেওয়া হয় । বুধবার রাতে দুবাইয়ের একটি অভিজাত হোটেলে এ সময় সকল বিদেশী কুটনৈতিকদের স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন দুবাইয়ে নিযুক্ত কনসাল জেনারেল ইকবাল হোসেন খান। দূতালয় প্রধান প্রবাস লামারং এর পরিচালনায় এ সময় বাংলাদেশের ঐতিহ্যবাহি সাংস্কৃতিক পরিবেশনা করে উত্তর আমিরাতের বাংলাদেশি স্কুলের শিক্ষার্থীরা।
এ সময় বাংলাদেশের রাষ্ট্রদূত ডা. মোহাম্মদ ইমরান বিদেশী কুটনৈতিকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। মনোমুগ্ধকর এ অনুষ্ঠানে দূতাবাসের সকল কর্মকর্তাদের আতিথেয়তায় মুগ্ধ হয়েছেন কমিউনিটির নেতৃবৃন্দও।
বাংলাদেশের এগিয়ে যাওয়া এবং মহান স্বাধীনতা যুদ্ধের বীরত্বগাঁথা বিদেশি কুটনৈতিকদের সামনে তুলে ধরা হয়।
অনুষ্ঠানে সংযুক্ত আরব আমিরাতের কুটনৈতিক ছাড়াও এশিয়া, ইউরোপ সহ নানাদেশের কুটনৈতিকরা উপস্থিত ছিলেন। তারা বাংলাদেশের এগিয়ে চলাতে সাধুবাদ জানান।