মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫ খ্রীষ্টাব্দ | ১১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
ব্যাংককে ইউনূস-মোদির বৈঠকে প্রস্তুত ঢাকা, অপেক্ষা দিল্লির জবাবের  » «   তামিমের কামব্যাক ও একটি ‘যেন-তেন’ হাসপাতাল  » «   কী হচ্ছে তুরস্কে, একনায়কতন্ত্রের দিকে এগোচ্ছেন এরদোয়ান?  » «   যুক্তরাষ্ট্রফেরত জাহিদুল এখন সফল কৃষি উদ্যোক্তা  » «   জীবনের ইনিংসে কঠিন লড়াইয়ে তামিম  » «   শিক্ষার্থীসহ সব ধরনের ভিসা ফি বাড়াচ্ছে যুক্তরাজ্য  » «   জুলাই গণঅভ্যুত্থানে আহতদের সম্মানে সেনাবাহিনীর ইফতার  » «   গাজায় নিহত ৫০ হাজার ছাড়িয়েছে  » «   সেনাবাহিনী নিয়ে হাসনাতের বক্তব্যে কী চাপে পড়েছে জাতীয় নাগরিক পার্টি?  » «   হিথরো বিমানবন্দরে সীমিত পরিসরে ফ্লাইট চলাচল শুরু  » «   এনসিপির ভোটারদের বয়স ১৬ ও এমপিপ্রার্থীদের ২৩ চায় কেনো?  » «   গাজার পর লেবাননেও হামলা চালিয়েছে ইসরায়েল  » «   ইউরোপের পোশাক বাজারে বাংলাদেশের বড় উত্থান  » «   হাসনাত আব্দুল্লাহ’র অভিযোগ, আতঙ্ক: আওয়ামী লীগকে পুনর্বাসনের পরিকল্পনা চলছে  » «   হিথ্রো বন্ধ, মাঝপথ থেকে ফিরল বিমানের ফ্লাইট  » «  

কমিউনিটি ল্যাঙ্গুয়েজ সার্ভিস চালু রাখতে সভা অনুষ্ঠিত



‘টাওয়ার হ্যামলেটসে কমিউনিটি ল্যাঙ্গুয়েজ সার্ভিস চালু রাখার যে সংগ্রাম, আন্দোলন গত ডিসেম্বর থেকে শুরু হয়েছিল তা এখন পর্যন্ত সমান বেগে চলছে।  ২০ শে ফেব্রুয়ারি কাউন্সিল অধিবেশনে মেয়র জনবিগস কর্তৃক কমিউনিটির আন্দোলনের প্রেক্ষিতে যে চার দফা গৃহীত হয়েছিল, তার বাস্তবায়নে সঠিক পদক্ষেপ বা উদ্যোগ নেওয়া হচ্ছে না- বাংলাদেশ টিচার্স এসোসিয়েশন ইউকে নেতৃবৃন্দ এ কথাগুলো জোরালোভাবে উচ্চারণ করেছেন তাদের আলোচনায়।

শনিবার ২৩ মার্চ স্থানীয় কলোডন পেরেনটস সেন্টারে বাংলাদেশ টিচার্স এসোসিয়েশন ইউকে আয়োজিত সভায় সভাপতি মোহাম্মদ আবু হোসেন বলেন, কাউন্সিলের ডিভিশনাল ডাইরেক্টর জুডিথ সেন্ট জন এর লিখা একটি চিঠি আমাদের কাছে এসেছে।তার এ চিটিতে মেয়র এবং কাউন্সিলরবৃন্দ ২০ শে ফেব্রুয়ারি কাউন্সিল অধিবেশনে যে সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন তার সম্পূর্ণ প্রতিফলন ঘটেনি।

কাউন্সিল অধিবেশনে একটি ওয়ার্কিং কমিটি গঠন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল। কিন্তু বাস্তবে তার কোন প্রতিফলন ঘটেনি। এই ওয়াকিং কমিটিতে কে বা কাদেরকে নেয়া হবে, এ ব্যাপারে আমাদেরকে এখনো কিছুই জানানো হয়নি। এজন্য অচিরেই একটি ওয়ার্কিং কমিটি গঠন করার জন্য তিনি জোর দাবি করেন।

বিশিষ্ট কমিউনিটি অ্যাক্টিভিস্ট আপসানা উদ্দিন বলেন, ‘চিঠিতে কমিউনিটি ল্যাঙ্গুয়েজ সার্ভিসের রিভিউর কথা বলা হয়েছে, আমরা বলব যত দ্রুত সম্ভব সকল শ্রেণীর আগ্রহী এবং সক্রিয় নেতৃবৃন্দকে নিয়ে যেমন,বাংলাদেশ টিচার্স এসোসিয়েশনের নেতৃবৃন্দ, কমিউনিটি নেতৃবৃন্দ, সাংবাদিক, কাউন্সিলর, এবং পেরেনটস এর সমন্বয়ে ওয়ার্কিং কমিটি গঠন করা হোক।’

উপস্থিত বক্তারা বলেন, কমিউনিটি ল্যাঙ্গুয়েজ সার্ভিস চালু রাখার আন্দোলন আরো তীব্র গতিতে চালিয়ে যাওয়ার জন্য তাঁরা বদ্ধপরিকর। উক্ত সভায় অচিরেই একটি মাতৃভাষা এবং বাই লিঙ্গুয়াল কনফারেন্সের অনুষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

বাংলাদেশ টিচার্স এসোসিয়েশন এর সভাপতি মোঃ আবু হোসেনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক সিরাজুল বাসিত চৌধুরীর সঞ্চালনায় উক্ত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইকবাল হোসেন মিসবাহ আহমেদ, মুজিবুল হক মনি, মাসুদ আহমেদ, সালাম চৌধুরী, মাহবুব হোসেন, দেলোয়ার হোসেন, ফারুক আহমেদ, হেলেন জিলানী, শাহনুর খান, শেফা বেগম, শওকত মাহমুদ, ফারুক হোসেন, মমিনুল ইসলাম ফারুকী, মঞ্জুর রেজা চৌধুরী, হাসনা রহমান, গোলাম কাদের চৌধুরী, মোহাম্মদ সেলিম উদ্দিন, শাহিন খান, গোল নাহার, সুলতানা বেগম, ফারহানা জামান, সুফিয়া আহমেদ, জাসমিন আরা, নাহিদা চৌধুরী, মাহমুদা সুজি,রূকসানা গনি, হোসনা আরা আক্তার, আলিয়া রানী প্রমূখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন