সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সিলেটে করোনা রোগীদের চিকিৎসা দেওয়া ডা. শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের নার্সিং কর্মকর্তা রুহুল আমিন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। শুক্রবার ((২৯ মে) রাত সোয়া দশটার দিকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেক বিষয়টি নিশ্চিত করেছেন।
রুহুল আমিন নার্সিং কর্মকর্তা হিসেবে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে দ্বায়িত্বরত ছিলেন। ইসরাইল আলী সাদেক আরও জানান, দ্বায়িত্বরত অবস্থায় করোনাভাইরাস আক্রান্ত হন তিনি।
বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখা তাঁর মৃত্যুতে শোক জানিয়েছে।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন