মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গ্রীসে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে ২৬মার্চ মঙ্গলবার দিনব্যাপী কর্মসূচি পালিত হয়।
কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন, পবিত্র কোরআন তেলোয়াত ও গীতাপাঠ। শুদ্ধসুরে জাতীয় সঙ্গীত গাওয়া , চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরষ্কার প্রদান ও আলোচনা।
আলোচনা সভায় সভাপতির বক্তব্য রাখেন বাংলাদেশ দূতাবাস গ্রীসের রাষ্ট্রদূত মো. জসিম উদ্দিন (এনডিসি)।
দূতাবাসের প্রথম সচিব সুজন দেবনাথের পরিচালনায় আরো বক্তব্য রাখেন দূতাবাসের কাউন্সিলর মোহাম্মদ খালেদ, কাউন্সিলর সৈয়দা ড. ফারহানা নূর চৌধুরী।
অনুষ্ঠানে অংশ নেন বাংলাদেশ কমিউনিটি ইন গ্রীস, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন দোয়েল একাডেমি, বাংলা গ্রীক স্কুল ও ইউরো বাংলা প্রেস ক্লাব এবং গ্রীসে অবস্থানরত প্রবাসীরা ।
সভাপতির বক্তব্যে রাষ্ট্রদূত বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের নেতৃত্বে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। স্বাধীনতার পরবর্তি সময়ে বঙ্গবন্ধু আমাদের শিখিয়ে গেছেন, দেশকে কিভাবে গড়ে তুলতে হবে। জাতির পিতার পথ ধরে তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের দরবারে মাথা উচু করে দাড়িয়েছে। সেই ধারাবাহিকতা অব্যাহত থাকলে ২০৪১ এর আগেই আমরা উন্নত দেশে পরিনত হবো।
কণ্ঠ: সাবিনা ইয়াসমিন