শনিবার, ১৪ জুন ২০২৫ খ্রীষ্টাব্দ | ৩১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
ইরানে নজিরবিহীন হামলা: এত বড় সিদ্ধান্ত এখন কেন নিল ইসরায়েল?  » «   ইরান-ইসরায়েল পাল্টাপাল্টি হামলা : ক্ষেপণাস্ত্র ও যুদ্ধবিমানে উত্তপ্ত পরিস্থিতি  » «   প্রবাসীদের ভোট : অনলাইন পদ্ধতিই গ্রহণযোগ্য, মত অধিকাংশ দলের  » «   লন্ডনের রাজনৈতিক ভণ্ডামি দেশের জন্য ভয়ানক: এনসিপির ক্ষুব্ধ প্রতিক্রিয়া  » «   ইসরায়েল-ইরান হামলা : সামরিক শক্তি কার কতটুকু  » «   ইউনূস–তারেক বৈঠক: একান্তে কী আলোচনা হলো, দুই পক্ষই জানাল সন্তুষ্টির কথা  » «   ইরানকে ট্রম্পের হুমকি : চুক্তিতে না এলে অবস্থা আরও ভয়াবহ হবে  » «   রোজার আগেই জাতীয় নির্বাচন : তারেকের প্রস্তাবে ইউনূসের সম্মতি  » «   ইরান-ইরাক যুদ্ধের পর এত ব্যাপক হামলা দেখেনি ইরান, পাল্টা হামলার শঙ্কায় ইসরায়েলে সর্বত্মক প্রস্তুতি  » «   লন্ডনে ড. ইউনূস-তারেক সাক্ষাৎ : বৈঠকের আগে যে কথা হলো তাদের  » «   এবার হজে গিয়ে ২৬ বাংলাদেশির মৃত্যু  » «   পাখির ধাক্কা না যান্ত্রিক ত্রুটি—কেন ভেঙে পড়ল এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজ?  » «   ইরানের ইসরায়েলের হামলা : রেভল্যুশনারি গার্ড প্রধান নিহত, বিশ্ববাজারে চরম অস্থিরতা  » «   রাজা তৃতীয় চার্লসের ‘হারমনি অ্যাওয়ার্ড’ পেলেন ইউনূস : একান্ত বৈঠকে জানালেন সংস্কার কার্যক্রম  » «   কি যুক্তিতে টিউলিপের আমন্ত্রণ প্রত্যাখ্যান করলেন ইউনূস?  » «  

দুবাইয়ে প্রবাসীদের লাশ বহনে আগামি মাসেই বিমানের বড়ো ফ্লাইট আসছে : বিমান প্রতিমন্ত্রী



বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী বলেছেন, আওয়ামী লীগ প্রবাসীবান্ধব সরকার। দেশের রেমিটেন্সে দুবাই প্রবাসীদের সিংহভাগ ভূমিকা রয়েছে। তাই প্রবাসীদের মরদেহ বহনের সুবিধার্থে আগামি মাসেই বাংলাদেশ বিমানের বড়ো ফ্লাইট দুবাই আসবে। সংযুক্ত আরব আমিরাত আওয়ামী লীগ আয়োজিত গণসংবর্ধনার জবাবে তিনি এ কথা বলেন।

এ সময় প্রতিমন্ত্রী আরো বলেন, দীর্গদিন ধরে বড়ো ফ্লাইটের অভাবে দুবাই তেকে লাশ বহনে সমস্যা হচ্ছিলো বলে আমি অবগত আছি। আগামি মাসেইড আপনাদের এ সমস্যার সমাধান হবে। প্রবাসীরা প্রতিনিয়ত বিমানবন্দরে হয়রানির শিকার হন তা থেকে প্রবাসীদের মুক্ত করতে দ্রুত পদক্ষেপ হাতে নেওয়া হয়েছে। এ ছাড়া বাংলাদেশ বিমানে সেবার বদলে শোষণ এমন কোন কর্মকর্তা থাকলে তাদেরকে শাস্তি দেওয়া হবে। প্রবাসীদের সেবার মান আরো আন্তরিক করতে সরকার কাজ করে যাচ্ছে বলেও তিনি জানান।

তিনি আরো বলেন, প্রবাসীদেরকেও সচেতন হতে হবে। কোন প্রবাসীদের মৃত্যু হলে তার নিকটাত্মীয়রা যেন দ্রুত দূতাবাসকে জানিয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণে সহয়তা করতে হবে।

বৃহস্পতিবার শারজাহের একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সিআইপি রাখাল কুমার গোপ। যুগ্ম সম্পাদক জি এম জায়গীরদার, নাসির উদ্দিন কায়সার ও মোর্শেদুল কাদের মুন্নার যোৗথ পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ।

এ সময় বিশেষ অতিথি ছিলেন দুবাই ও উত্তর আমিরাতের কনসাল জেনারেল ইকবাল হোসেন খান, কমার্শিয়াল কাউন্সেলর ড. এ কে এম রফিক আহাম্মেদ, আওয়ামি লীগে উপ কমিটির সাবেক সহ সম্পাদক সালাহ উদ্দিন চৌধুরী সহ আরো অনেকে।

আরো বক্তব্য রাখেন মাহবুবুর রহমান, মীর আহমেদ, এহসান চৌধুরী, খোরশেদ মোবারক, হানিফ ভুইঞা, লুৎফুর রহমান, আরিফুল হক, নাজমুল হোসেন, এস, কে আলাউদ্দিন, হোসেন মাহমুদ আলতাফ, আনসারুল হক, হানিফ ভুট্টু, আকতার হোসেন রাজু, ইউনুস চৌধুরী, ইকবাল হোসেন, এনামুল হক, ফাহাদ আলী, মীর খালেদ, হারুন রসিদ রংগু, মুস্তাফিজুর রহমান, সামাদ সোহেল প্রমুখ।

এ সময় প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও সম্মানা স্মারক প্রদান করা প্রবাসী নানা সংগঠনের পক্ষ থেকে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন