গোলাপগঞ্জ (সিলেট) প্রেসক্লাবে একটি বিশেষ সভা হয়েছে বলে বিভিন্ন দৈনিক পত্রিকা ও অনলাইন পোর্টালে নিউজ করা হয়েছে। এরকম কোন সভা গোলাপগঞ্জ প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়নি। এটা সম্পূর্ণ বিভ্রান্তিমূলক ও ভিত্তিহীন। নিয়মনীতি অনুযায়ী প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক এর অনুমতি ছাড়া কোনো সদস্য সভার আহ্বাহন করতে পারেন না। এটা প্রেসক্লাবের সম্পর্ণ গঠণতন্ত্র বিরোধী। এই বিষয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য সবাইকে আহ্বান করা হল। গোলাপগঞ্জ প্রেসক্লাবের পুরাতন ছবি ব্যবহার করে যে নিউজ করা হয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে গোলাপগঞ্জ প্রেসক্লাব। ভবিষ্যতে এধরণের কার্যক্রমে কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে গঠণন্ত্রি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে প্রেস ক্লাব এক বিগ্গপ্তিতে জানিয়েছে ।