বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বিয়ানীবাজার উপজেলা সংসদের আয়োজনে প্রথম বারের মত ভাষা দিবস স্কুল উৎসব অনুষ্টিত হয়েছে।গত ৮ জানুয়ারী শুক্রবার বিয়ানীবাজার সরকারী কলেজের শহিদ মিনার প্রাঙ্গনে অনুষ্টিত স্কুল উৎসব সকাল ১১ ঘটিকায় জাতীয় সঙ্গীত ও দলীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হয়।
অনুষ্ঠানটির উদ্বোধন করেন অধ্যক্ষ জহুরুল ইসলাম চৌধুরী।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সদস্য অটল ভৌমিক এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদের সংগ্রামী সভাপতি সরোজ কান্তি দাশ।
উদ্বোধন শেষে এক বর্ণাঢ্য র্যালী শহরের গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিন করে কলেজে ক্যাম্পাসে এসে শেষ হয়। পরবর্তিতে কয়েক শত শিক্ষার্থীর অংশগ্রহণে চিত্রাঙ্কন ,কুইজ ও দেশাত্ববোধক সঙ্গীত প্রতিযোগিতা অনুষ্টিত হয়। প্রতিযোগিতা পরবর্তিতে আলোচনাসভা,পুরুস্কার বিতরনী ও সাংস্কৃতিক অনুষ্টান অনুষ্টিত হয়।
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বিয়ানীবাজার উপজেলা সংসদের সদস্য ইসতিয়াক হিমেলের সঞ্চালনায় এবং ফারাজ আহমেদ আবির এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিলেট জেলা সংসদের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সুমন, বাংলাদেশ যুব ইউনিয়ন সিলেট জেলা সংসদের সাধারণ সম্পাদক নিরঞ্জন দাশ খোকন, সিলেট জেলা সংসদের সাবেক সাধারণ সম্পাদক দীপঙ্কর দাশ গুপ্ত, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বিয়ানীবাজার উপজেলা সংসদের সাধারণ সম্পাদক আনিসুর রহমান প্রমূখ ।
বাংলাদেশ সাংস্কৃতিক ইউনিয়ন সিলেট জেলা সংসদ গণসঙ্গীত পরিবেশন করে।স্কুল উৎসবে উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিলেট জেলা সংসদের সভাপতি হাবিবুর ইসলাম খোকা ,যুব ইউনিয়ন সিলেট জেলা সংসদের সভাপতি খায়রুল হাসান,বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বিয়ানীবাজার উপজেলা সংসদের সভাপতি এ্যাডভোকেট আবুল কাশেম,বাংলাদেশ ছাত্রইউনিয়ন বিয়ানীবাজার উপজেলা সংসদের সাবেক সভাপতি হাসান শাহারিয়ার,বিয়ানীবাজার পৌরসভার ৪ নং ওয়ার্ড কাউন্সিলর ও সাবেক ছাত্রনেতা আকসার হোসেন, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদের সাধারণ সম্পাদক নাবিল এইচ, সাবেক সভাপতি মতিউর রহমান, এমসি কলেজ সংসদের সাবেক সভাপতি বিশ্বপা ভট্রাচার্য মৌ, বিয়ানীবাজার সরকারি মহিলা কলেজের অধ্যাপক ফয়সল আহমেদ,সাবেক ছাত্র নেতা ইমাম হাসান সাজু,আবুল হাসান,ছাত্রইউনিয়ন বিয়ানীবাজার উপজেলা সংসদের যুগ্ম আহ্বায়ক হরিষ চন্দ্র বর্মণ,সদস্য সুজন দাশ,নুশরাত নিহা।