৭ম বর্ষে পদার্পণ করেছে সিলেটের সৃজনশীল বিজ্ঞাপনী সংস্থা এডলিংক (প্রা:) লিমিটেড। ২০১৩ সালের ৮ ফেব্রুয়ারি যাত্রা শুরু করেছিল প্রতিষ্ঠানটি।
এ উপলক্ষে ৯ ফেব্রুয়ারি শনিবার প্রতিষ্ঠানটির উদ্যোগে জেলা সমাজসেবা কর্তৃপক্ষের অধীনে পরিচালিত ছোটমনি নিবাসের অধিকার বঞ্চিত শিশুদের মধ্যে স্কুল ব্যাগ ও হালকা খাবার বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত এডলিংকের ব্যবস্থাপনা পরিচালক পিযুষ কান্তি পুরকায়স্থ বলেন, ‘সমাজের অধিকার বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক দায়িত্ব। এই দায় থেকেই মূলত এমন উদ্যোগ। আমরা গতবছরও লাক্কাতুরা চা-বাগানের শিশুদের মধ্যে বই বিতরণ করেছিলাম। কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন না করে ওই টাকা দিয়ে অধিকার বঞ্চিত মানুষের জন্য কিছু একটা করা যায় বলে আমি মনে করি।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক জনাব নিবাস রঞ্জন দাশ। তিনি নিজের বক্তব্যে এডলিংকের এমন প্রশংসনীয় উদ্যোগকে সাধুবাদ জানান।
এ সময় আরও বক্তব্য দেন ইমজা সিলেটের সাবেক সভাপতি জনাব আশারাফুল কবীর, সংস্কৃতিকর্মী অচ্যুৎ চক্রবর্তী বর্ষণ, এডলিংকের পরিচালক সুবীর ঘোষ ও অরূপ বাউল। এছাড়াও উপস্থিত ছিলেন এডলিংকের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।