প্রবাসের ব্যস্ত জীবনে মন ভাল রাখার জন্য মাঝে মাঝে বনভোজন দরকার। এসব প্রীতি সম্মিলনে প্রবাসীদের মাঝে আন্তরিক প্রীতি আরো বৃদ্ধি পায়। এর প্রীতি দেশকে এগিয়ে নিতে সহায়ক। আরব আমিরাতের শারজাহে মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলা প্রবাসীদের সংগঠন জুড়ি ওয়েলফেয়ার এসোসিয়েশনের বনভোজনে এসব বলেছেন বক্তারা।
শুক্রবার শারজাহ ন্যাশনাল পার্কে এ উপলক্ষে দেশীয় নানা ধরণের খেলাধুলার আয়োজন করা হয়। পরে বিজয়ীেদেরকে শুভেচ্ছা পুরস্কার প্রদান করা হয়।
পুরস্কার বিতরণ পূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি রহমত আলী শোয়েব। মোর্তুজা আলীর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন কুলাউড়া সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মতিন। প্রধান বক্তা ছিলেন বড়লেখা সমিতির সভাপতি হেলাল উদ্দিন।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন হিরা মিয়া, আব্দুল কাদির, জুবের আহমদ, শামীম আহমদ, নাজমুল ইসলাম, আব্দুস শহিদ, আবু আশরাফ, আবুল হোসেন, আসাদ উদ্দিন, নজরুল ইসলাম, আব্দুল জব্বার, জসিম উদ্দিন, দুলাল আহমদ ও মোহাম্মদ সাঈদ সহ আরো অনেকে।