সংযুক্ত আরব আমিরাতে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন ২১০ জন। সুস্থ হয়েছেন ৩৮ জন। এ নিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১০২৪ এবং মোট সুস্থ হয়েছেন ৯৬ জন । এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ৮ জন। নতুন করে কোন বাংলাদেশি আক্রান্তের খবর পাওয়া যায়নি।
এদিকে আজ দেশটিতে নতুুন ঘোষণা এসেছে শ্রমিকদের জন্য। যাদের হেলথ কার্ড মার্চের ২৪ তারিখ শেষ হয়েছে বা তারপর শেষ হবে কোন রকম জরিমানা ছাড়াই ৩ মাসের মধ্যে তারা তা নবায়ন করতে পারবেন।
আমিরাতের রেসিডেন্স ভিসাধারি যারা দেশটির বাইরে অবস্থান করছেন তাদের আরো ২ সপ্তাহের জন্যে অপেক্ষা করতে হবে। বিমান চলাচল বন্ধের সময় সীমা বাড়ানো হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হলে এ সময় আরো বাড়ানো হতে পারে বলেও জানা হয়েছে। সেইসাথে দেশটিতে থাকা যেসেব ভিজিটর নিজের দেশে ফেরত যেতে চান তাদেরকে সীমিত সংখ্যক ফ্লাইটে নিজ গন্তব্যে যাবার সুযোগ দেয়া হবে বলে জানানো হয়েছে।
এদিকে বাংলাদেশ কনসুলেট জেনারেল দুবাইয়ের কনসাল জেনারেল ইকবাল হোসেন খান ৫২ বাংলা টিভিকে জানিয়েছেন- বাংলাদেশ কনসুলেট জেনারেল দুবাইয়ের তত্বাবধানে এবং দুবাই পুলিশের সহযোগিতা ও উপদেশের মাধ্যমে বাংলাদেশ সমিতি শারজাহ শাখা সহ বাংলাদেশি নানা সংগঠন এবং ব্যক্তির মাধ্যমে বাংলাদেশি শ্রমিকদের খাবার দেয়া হচ্ছে বলে জানা গেছে।