হাইড বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশন বাংলাদেশের মহান বিজয় দিবস উদযাপন করেছে গত ২৩ ডিসেম্বর রবিবার। এসোসিয়েশনের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের ভাইস চেয়ারম্যান আব্দুল কাদির। সাধারন সস্পাদক আলী রেজার পরিচালনায় এতে অথিতি হিসেবে উপস্থিত ছিলেন জয়েস হাওয়ার্থ এমবিইি জেপি, টেইমসাইড কাউন্সিলের কাউন্সিলার জিম ফিজপ্যাট্রিক, কাউন্সিলার ফীল চাডউইক, কাউন্সিলার রুথ উয়েলস এবং লেবার পার্টির কাউন্সিলার প্রার্থী রাইলি আলম।
বাংলাদেশের জাতীয় সঙ্গীতের মধ্যি দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে ও অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সাংবাদিক নুরুজ্জামান মনি, ফারুক যোশী, মিজানুর রহমান মিজান, সৈয়দ আব্দুর মান্নান প্রমূখ।
এতে শিক্ষা-যোগাযোগ-গ্রামীন উন্নতিসহ বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন নিয়ে নির্মিত উন্নয়নমূলক ডকুমেন্টারী প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে বাংলা স্কুলের শিক্ষক সালেহা বেগম ও তাঁর স্কুলের ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।